,

নবীগঞ্জে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক প্রবাসীর পরিবারকে এক ঘরে রাখার অভিযোগ

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের দত্তগ্রাম শেখ পাড়া এলাকার একটি প্রবাসী পরিবার স্থানীয় বখাটেদের উৎপাত, অত্যাচারে অতিষ্ট ও কু-প্রস্তাব না শুনায় পাচঁ’র বাদ করে তাদেরকে এক ঘরে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সুত্রে জানা যায়, মাপু মিয়ার বিবাহিত মেয়ের স্বামী প্রবাসে থাকেন। ছোট ছেলেও প্রবাসে। বৃদ্ধ মাপু মিয়া ব্যতিত পুরুষ লোক নাই। এই সুবাধে দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত আল্লাদ মিয়ার ছেলে উসমান আলী, আকামত আলীর ছেলে রকমত আলী, কামরুল ইসলামের ছেলে সিএনজি চালক ফয়জুল ইসলাম, ছানু মিয়ার পুত্র এনামুল হুসেন, মুজিবুর রহমানের ছেলে সেনাবুর রহমান, হবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান, শাহ হুসেন আলীসহ একদল সংঘবদ্ধ দল প্রায় সময়ই আমাদের বাড়ির আশপাশে ঘুরাফেরা করে, এমনকি তাদের পরিবারের নারী সদস্যদের রাস্তাঘাটে পাইলে কু-প্রস্তাবসহ নানা অঙ্গভঙ্গিতে উত্তোক্ত করে আসছে। এ সব ঘটনার প্রেক্ষিতে ইতিপুর্বে মাপু মিয়ার মেয়ে প্রবাসীর স্ত্রী খেলন বিবি বাদী হয়ে উসমান আলীগংদের বিরুদ্ধে মামলা দায়ের করলে স্থানীয় মুরুব্বীয়ান বিষয়টি আপোষে নিঃস্পত্তি করে দেন। এ সময় উসমান আলী গংরা ভবিষ্যতে এ ধরনের ঘৃন্যতম কাজ করবে না মর্মে লিখিত অঙ্গিকার নামা দেন। অতি সম্প্রতি পুণঃরায় ওই সব বকাটের দল আবারও উৎপাত শুরু করেছে বলে অভিযোগ রয়েছে। এদের অত্যাচারে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ইভটিজিং করায় রাস্তাঘাটে আসা যাওয়া করতে ভয় পাচ্ছেন এই প্রবাসী পরিবার। এছাড়া গ্রামের মুরুব্বীয়ানদের নিকট এ সব ঘটনার বিচার প্রার্থী হলে বখাটের দল ওই পরিবারের মেয়েদের সুযোগমত ইজ্জতের ক্ষতি করাসহ নানা হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ ছাড়া সংঘবদ্ধ বকাটের দল ওই প্রবাসী পরিবারকে পাচঁ এর বাদ করে এক ঘরে করে রাখা হয়েছে। ওই পরিবার শেখ পাড়ার কোন বাড়িতে যেতে পারবে না। কাহারো সাথে কথা বলতেও বারন করা হয়েছে। বখাটেদের উৎপাতে উক্ত প্রবাসী পরিবার চরম অতিষ্ট ও আতংকের মাঝে জীবন যাপন করছেন। এ ব্যাপারে উসমান আলীর মোবাইল ফোন সুইচ অফ থাকায় কথা বলা সম্ভব হয়নি। এ ব্যাপারে শাহ হুসেন আলী ও উসমান আলী এবং সাবেক মেম্বার হাকিম মিয়া জানান, ওই মহিলা আমাদের হয়রানী করার জন্য মিথ্যা অপবাদ দিচ্ছে, এক ঘরে বা কু-প্রস্তাবে কোন ঘটনা ঘটেনি এবং আমরা তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে। এছাড়া আমাদের গ্রামের মসজিদের বিষয় নিয়ে বিরোধ রয়েছে এবং এ বিষয়টি উপজেলা চেয়ারম্যান সাহেব এর মধ্যস্থতায় বিষয়টি রয়েছে।


     এই বিভাগের আরো খবর