,

নবীগঞ্জে চেয়ারম্যান হারুনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সংবাদদাতা ॥ নবীগঞ্জে আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন ও ইউপি সদস্য দুলাল মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে মহাসড়কের আউশকান্দি সঈদপুর বাজারে ওই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি শানুর মিয়া। সৈয়দ মর্তুজা আলীর (মেন্দি) সঞ্চালনায় বক্তব্য দেন, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য মো. আছাব মিয়া, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান পেয়ারা, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মছদ্দর আলী, হাজী আব্দুর রব, আউশকান্দি ইউপি যুবলীগের আহবায়ক আব্দুল হামিদ নিকছন, পল্লী বিদ্যুতের সাবেক ডাইরেক্টর শফিউল আলম হেলাল, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট কাজী শাহেদ বিন জাফর, প্যানেল চেয়ারম্যান সাহিদুর রহমান, সাবেক সদস্য নজরুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি সাবেক সদস্য সোনাওর খান, ইউ,পি যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য খালেদ আহমেদ জজ, আউশকান্দি বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মুর্শেদ মিয়া, আউশকান্দি র,প উচ্চ বিদ্যালয় এবং কলেজে গভর্নিং কমিটির সাবেক সভাপতি সুহুল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এত সাধারণ সম্পাদক ডা. নিজামুল ইসলাম, ইউপি আওয়ামী লীগের সহ- সভাপতি সিরাজুল ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশিকুর রহমান, আওয়ামী লীগের নেতা মতচ্ছির আলী খান, সাবেক মেম্মার রিপন মিয়া, যুবলীগ নেতা এন, আলী ইয়াহিয়া, যুবলীগ নেতা জিতেশ সূত্রধর জিপু, যুবলীগ নেতা আল-আমিন, উপজেলা ছাত্রলীগ নেতা মুহিনুর রশিদ মুহিন, ইউপি ছাত্রলীগের সভাপতি আমিন কামাল, ইমাদ মিয়া, অসিত সূত্রধর, যুবলীগ নেতা এম,এ সবুর, ফজলু মিয়া, মাসুক মিয়া লোকমান আহমেদ, দোলন মিয়া, মদরিছ মিয়া প্রমুখ।
এছাড়াও মিনাজপুর যুব সংঘ, আউশকান্দি, উমরপুর সামাজিক যুব সংঘসহ অনেক সামাজিক যুবসংঘ মানববন্ধনে মিছিলসহকারে অংশগ্রহণ করে।
আয়োজিত সভায় ইউনিয়নের পারকুল গ্রামের বাসিন্দা মুহিবুর রহমানের স্ত্রী কর্তৃক ধর্ষণ মামলার তীব্র নিন্দা ও প্রত্যাহারে দাবি জানানো হয়েছে। এছাড়াও আগামী ১৩ই অক্টোবর মহাসড়কের কিবরিয়া চত্বরে একই দাবিতে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়ার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি আহবান জানানো হয়।


     এই বিভাগের আরো খবর