,

নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ ব্যাক্তিকে জেল-জরিমানা

জাবেদ তালুকদার ॥ নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামের কুশিয়ারা নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ ব্যক্তিকে জেল-জরিমানা করা হয়েছে। জানা যায়, কসবা এলাকার কুশিয়ারা নদীর তীরে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে গিয়ে দেখা যায় সরকারি জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকে ভর্তি করা হচ্ছে। তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে ২ ব্যক্তিকে ১টি ট্রাকসহ আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদন্ড ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদন করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। মোবাইল কোর্টে সহযোগিতা করেন নবীগঞ্জ থানার একদল পুলিশ। এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মোমিন বলেন, অবৈধ অনৈতিক কাজের প্রতি প্রতিনিয়ত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। সবাইকে আইন বিরোধী অবৈধ অনৈতিক কাজ থেকে বিরত থাকার আহবানও করেন তিনি।


     এই বিভাগের আরো খবর