,

নবীগঞ্জে ইমনের নেতৃত্বে জিয়াপুরে প্যান্ডেল নিমার্ণ করে চলছে জুয়া ও গাফলা খেলার জমজমাট আসর

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউপির জিয়াপুরে প্যান্ডেল নিমার্ণ করে চলছে জুয়া, তাস ও গাফলা খেলার জমজমাট আসর। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জিয়াপুর গ্রামে সিরাজ উল্লাহর বাড়ীতে মাদক ব্যবসায়ী কয়েছ আলী ইমনের নেতৃত্বে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশকে ম্যানেজ করে গত বুধবার থেকে তিন যাবত প্যান্ডেল নিমার্ণ করে চলছে জুয়া, তাস ও গাফলা খেলার জমজমাট জুয়ার আসর। এখানে উপজেলার বিভিন্ন স্থান থেকে জুয়ারীরা আসে প্রতিদিন রাত ১০টার পর দল বেধে রাত ব্যাপী চলে জুয়া ও মাদকের জমজমাট আসর। সরকারি নির্দেশনা করোনা প্রার্দুভাব ওই শীতে বা ঠান্ডার মধ্যে মানুষ সমাগম হয়া যাবে না সরকারি নির্দেশনা উপেক্ষা করে নির্ধিদায় চালাচ্ছে ইমনের নেতৃত্বে জমজমাট জুয়ার আসর। এ ব্যাপারে এলাকার কেউ মুখখোলার সাহস পাচ্ছে না বলে এলাকার সচেতন মহলের লোকজন জানান। তারা এ ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এ বিষয়ে রাত ১০টায় অবগত হয়েছি এবং সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। রাত সাড়ে ১২টায় ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই শাহ জাহানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে খেলা পণ্ড করে।


     এই বিভাগের আরো খবর