,

নবীগঞ্জে এক ব্যক্তির হামলায় মহিলা ও শিশু সহ ৩ জন আহত

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নে এক ব্যক্তির হামলায় স্বামী-স্ত্রী এবং শিশু আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টায় বাউসা ইউনিয়নের বাউসা পয়েন্টে শিবু আচ্যার্য্যর ফার্মেসীর সামনে। জানা যায়, মাইজগাঁও গ্রামের গুলজার আহমেদের ফিশারীর পাশে একই গ্রামের আব্দুল বাছিদের বোর জমি থাকায় দীর্ঘদিন যাবত তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। গুলজার মিয়া ফিশারীতে বাছিদ মিয়ার বোর জমির প্রায় ৭ হাত জায়গা তাঁর ফিশারীতে ডুকিয়ে দখল করে রেখেছেন। গত বৃহস্পতিবার বিকালে বাছিদ মিয়া ও তাঁর স্ত্রী সুরেখা বেগম তাদের এক শিশু অসুস্থ্য নাতনি কারিমা বেগমকে চিকিৎসার জন্য বাউসা পয়েন্টের পল্লী চিকিৎসক শিবু আচার্য্যর ফার্মেসী নিয়ে যান। সেখানে গুলজার মিয়াকে দেখতে পেয়ে ফিশারীতে তার ৭ হাত জায়গা ডুকে গেছে বলে তিনি জানান। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এ সময় গুলজার মিয়া উত্তেজিত হয়ে বাছিদ মিয়া ও তাঁর স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে গুলজার মিয়া বাছিদ মিয়ার উপর হামলা করে। স্বামীকে বাঁচাতে গিয়ে তাদের নাতনি কারিমা বেগমকে কোলে নিয়ে সুরেখা বেগম এগিয়ে আসলে গুলজার মিয়া সুরেখা বেগমের চুলে ধরে মাটিতে ফেলে মাথায় ও মুখে পরপর কয়েকটি ঘুষি মারিয়া মারাত্বক জখম করে। মারামারির সময় কোলে থাকা শিশু নাতনি কারিমা বেগম কোল হইতে মাটিতে পড়ে গিয়ে আহত হয়। আশ-পাশের লোকজন হামলাকারীর কবল থেকে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন। সুরেখা বেগমের অবস্থা আশংকাজনক হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সিরেট এম.এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। উক্ত ঘটনায় সুরেখা বেগম বাদী হয়ে মাইজগাঁও গ্রামের আতা উল্লা পুত্র গুলজার মিয়া (৩২) কে আসামী করে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।


     এই বিভাগের আরো খবর