,

নবীগঞ্জ পৌরসভায় দিনরাত প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী রাহেল চৌধুরী

সংবাদদাতা ॥ নবীগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত অসহায় ও দরিদ্র মানুষের জন্য নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন মেয়র প্রার্থী রাহেল চৌধুরী। গতকাল শুক্রবার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের অন্তর্গত কেলী কানাইপুর গ্রামের প্রতিটি ঘরে ঘরে প্রচার প্রচারনার শেষে এলাকার মুরুব্বিয়ান ও যুবকদের সাথে মত বিনিময় করেন আলহাজ্ব গোলাম রসুল চৌধুরী রাহেল। এসময় তিনি জানতে চান তারা পৌরসভা থেকে কাঙ্খীত সেবা পাচ্ছেন কি না, তখন তারা বিভিন্ন অভিযোগ তোলে ধরে তাদের হতাশার কথা জানান। এ সময় রাহেল চৌধুরী তাদের আশ্বস্ত করে বলেন তিনি যদি মেয়র নির্বাচিত হতে পারেন তাহলে অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের সেবা নিশ্চিতের বিষয়টি অগ্রাধিকার দেবেন। এলাকাবাসী বলেন এর পূর্বে কোন প্রার্থী মানুষের কাছে গিয়ে তাদের সুবিধা অসুবিধার কথা জানতে চান নি। আর রাহেল চৌধুরীর সমর্থকরা জানান তিনি নবীগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তরের ব্যপক পরিকল্পনা করেছেন। খেটে খাওয়া দরিদ্র মানুষের জন্য নাগরিক সেবা নিশ্চিত করে একটি আধুনিক ও মানসম্পন্ন পৌরসভা ঘটনের প্রত্যয়ে দিনরাত নিরলস প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন নবীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, নহরপুর শাহজালাল (রাঃ) দাখিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক ও দানশীল ব্যক্তিত্ব গোলাম রসুল চৌধুরী রাহেল। উল্লেখ্য, তরুন সমাজ ও নতুন ভোটারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্বেও বিগত পৌর নির্বাচনে দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ত্যাগ স্বীকার করেন এবং আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেন গোলাম রসুল চৌধুরী রাহেল।


     এই বিভাগের আরো খবর