,

মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদানের অনুমতি পেয়েছে মাধবপুরের কমলপুর হযরত শাহজালাল (রাহ্.) আলিম মাদরাসা

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে কমলপুর হযরত শাহজালাল (রাহ্.) আলিম মাদরাসাকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদানের অনুমতি পাওয়ার পর গতকাল রবিবার কমলপুর শাহজালাল (রাহ.) কমপ্লেক্স হল রুমে মাদরাসার শিক্ষা র্কাযক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে অত্র এলাকার কলেজ, মাদরাসা ও স্কুলের স¦নামধন্য প্রতিষ্ঠান প্রধানগণের সহযোগিতা পরার্মশক্রমে জন্য প্রতিষ্ঠানের অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয়। অভিষেক অনুষ্ঠানে কমলপুর হযরত শাহজালাল (রাহ্.) আলিম মাদরাসার সভাপতি মো. লুৎফুর রহমানরে সভাপতিত্বে অত্র মাদরাসা সহ: প্রধান মুফতি মাকসুদুর রহমান নাদিমের সঞ্চালনায় মাদরাসার অধ্যক্ষ মো. আনিসুর রহমান আদিল স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা সহযোগিতা করে আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমানের মাদরাসা ব্যবস্থাপনা, পরিকল্পনা ও সমস্যা সম্ভবনার কথা তুলে ধরে উপস্থিত প্রতিষ্ঠান প্রধানগণের সুপরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন এবং শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানগণকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। অভিষেক অনুষ্ঠানে চৌমুহনী খূর্শেদ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মিহির রঞ্জন দেব- শিক্ষার মান উন্নয়নে চৌমুহনী ইউপিতে অত্র প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা ও সফলতা কামনা করেন তিনি। কাজীরচক নেছারিয়া দাখিল মাদরাসা প্রতিষ্ঠান প্রধান মাওলানা র্মিজা আনোয়ারুল হক বলেন- মাদ্রাসা শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠান প্রধানগণকে একযোগে কাজ করতে হবে। অপরুপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মজিবুর রহমান(বাহার) প্রতিষ্ঠানের মানসম্মত পাঠদানের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও ডা. জরিফ হোসেন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, সাহেব নগর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ উসমান খাঁন, শাহপুর দক্ষিণ দাখিল মাদরাসা প্রতিষ্ঠান প্রধান মুফতি নূর মুহাম্মদ, জগদীশপুর জে.সি হাইস্কুল এন্ড কলেজের সহ: শিক্ষক মাও: মোয্যাম্মিল হক মাসুমী, নতুন কুড়ি একাডেমির প্রতিষ্ঠান প্রধান হাফেজ খাইরুল ইসলাম প্রমূখ অত্র প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের সার্বিক সহযোগিতা ও সফলতা কামনা করেন।


     এই বিভাগের আরো খবর