,

হবিগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে কোচিং সেন্টারকে জরিমানা

জুয়েল চৌধুরী ॥ সরকারি নির্দেশনা অমাণ্য ও স্বাস্থ্যঝুকি উপেক্ষা করে অবৈধভাবে কোচিং সেন্টার পরিচালিনার অভিযোগে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় অবস্থিত ‘সূর্যমুখী একাডেমি’কে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় পূণরায় কোচিং পরিচালনা না করার জন্য তাদেরকে সর্তক করা হয়। গতকাল রবিবার বিকালে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম সাথী।
তিনি জানান, করোনাকালীন সময়ে সকল কোচিং সেন্টার বন্ধ রাখার জন্য সরকারি নির্দেশনা রয়েছিল। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এখন পর্যন্ত সরকার স্কুল-কলেজ বন্ধের পাশাপাশি কোচিং সেন্টার বন্ধের নির্দেশনাও বলবৎ রেখেছে। কিন্তু হবিগঞ্জ শহরের কয়েকটি কোচিং সেন্টার সেই নির্দেশনা অমান্য করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বিকেলে শহরের শায়েস্তানগর এলাকায় অবস্থিত ‘সূর্যমুখী একাডেমি’তে অভিযান চালানো হয়। এ সময় বিপুল সংখ্যক শিক্ষার্থী নিয়ে কোচিং পরিচালিত হওয়ায় ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
তিনি বলেন, পূণরায় এ ধরণের কর্মকান্ড না করার জন্য উপস্থিত ৪ শিক্ষককে মৌখিকভাবে সতর্ক করে দেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর