,

নবীগঞ্জে ইমামের উপর হামলার ঘটনায় ৪ আসামী গ্রেফতার

সংবাদদাতা ॥ নবীগঞ্জে মসজিদের ইমামের উপর হামলার ঘটনায় আদালতে মামলা দায়েরের ৪ মাস পর ৪ আসামী গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গত রবিবার গভীর রাতে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে নবীগঞ্জ থানার পুলিশ ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল কাইয়ুমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের শহিদুর মিয়ার ছেলে জুবায়ের মিয়া (২৫), মৃত মশ্বব আলীর ছেলে আব্দুল আলী (৩৬), মৃত আব্দুল গফুরের ছেলে ফজলু মিয়া (৪২) ও মৃত মুনছব আলীর ছেলে মুছা মিয়া (৪৫)। সুত্রে জানা যায়, উপজেলার এনাতাবাদ গ্রামের হাজী দরছ আলী জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল ওয়ারিশ (৫৫) কে সাথে একই এলাকার মৃত মদরিছ মিয়ার ছেলে আবুল কাশেম মাসুক মিয়া (৫০) এর পূর্ব বিরোধ চলছিল। এরই জের ধরে গত ৭ জুলাই মঙ্গলবার আবুল কাশেম মাসুক মিয়া ও তার সহযোগী এনাতাবাদ গ্রামের আব্দুল মন্নান মিয়ার ছেলে সুলেমান মিয়া (৩৫), শহিদুর রহমানের ছেলে জুবায়ের মিয়া (২৫), মৃত মশ্বব আলীর ছেলে আব্দুল আলী (৩৬), মৃত মুনছব আলী ছেলে মুছা মিয়া (৪৫) ও মৃত আব্দুল বারীর ছেলে রাসেল মিয়া (৪৬) হাফেজ আব্দুল ওয়ারিশের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে আহত করে। পরে স্থানীয় লোকজন আহত হাফেজ আব্দুল ওয়ারিশকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় হামলার শিকার হাফেজ আব্দুল ওয়ারিশের ভাই আব্দুল অদুদ হবিগঞ্জ আদালতে আবুল কাশেম মাসুক মিয়াসহ ১৮ জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করেন।


     এই বিভাগের আরো খবর