,

টিউশন ছাড়া অন্য কোনো ফি নিতে পারবে না স্কুল-কলেজগুলো

স্টাফ রিপোর্টার ॥ টিউশন ফি সংক্রান্ত নির্দেশনা জারি করেছে সরকার। টিউশন ফি ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি কোনো অর্থ আদায় না করতে বেসরকারি স্কুল-কলেজগুলোর কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। অর্থাৎ টিফিন, পূনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন, উন্নয়ন এবং অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কোনো ফি নেয়া যাবে না। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে মাউশি। এদিকে শিক্ষা অধিদপ্তর এই নির্দেশনা গতকাল দিলেও এর আগেই হবিগঞ্জের প্রায়ই সবকটি স্কুল শিক্ষার্থীদের কাছ থেকে বাৎসরিক অর্থ আদায় করেছে। ফলে অনেক অভিভাবকরাই তাদের ছেলে মেয়েদের বিদ্যালয়ের এই ফি দিতে গিয়ে হিমশিম খেয়েছেন। গতকাল জারি করা আদেশে বলা হয়েছে, সার্বিক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি স্কুল-কলেজগুলো (এমপিওভুক্ত ও এমপিওবিহীন) শিক্ষার্থীদের কাছ থেকে শুধু টিউশন ফি নিতে পারবে।‘কিন্তু অ্যাসাইনমেন্ট, টিফিন, পূনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ কোনো ফি নেয়া যাবে না। কেউ এ সংক্রান্ত অর্থ আদায় করলে তা ফেরত দেবে অথবা তা টিউশন ফি’র সঙ্গে সমন্বয় করবে। এছাড়া অন্য কোনো ফি আদায় করা হলে তা একইভাবে ফেরত দেবে বা টিউশন ফি’র সঙ্গে সমন্বয় করবে।’এছাড়া মহামারির মধ্যে যেসব অভিভাবকের আয় কমে গেছে বা যারা চাকরি হারিয়েছেন, তাদের সন্তানদের টিউশন ফি আদায়ের ক্ষেত্রে ‘বিশেষ বিবেচনার’ আহ্বান জানিয়েছে মাউশি। অধিদপ্তরের পক্ষ থেকে আরও বলা হয়েছে, কোনো অভিভাবক চরম আর্থিক সঙ্কটে থাকলে তার সন্তানের টিউশন ফি’র বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় নেবেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন কোনো কারণে ব্যাহত না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে যত্নশীল হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর