,

নবীগঞ্জে প্রশাসনের লাল নিশান টাঙ্গানো সরকারি জায়গা থেকে গাছ কর্তন, জেলা প্রশাসকের কাছে অভিযোগ

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার আইশকান্দিতে সরকারি গাছ কাটার পর সেগুলো জব্দ করে লাল নিশান টাঙ্গিয়ে দেয়ার একদিন পর আবারও ওই জায়গা থেকে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে জুয়েল মিয়া নামে এক প্রভাবশালি ব্যক্তি। এ ব্যাপারে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতকাল বুধবার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী। লিখিত অভিযোগে তারা উল্লেখ করেন, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি মৌজার সরকারি জায়গা থেকে গত ৫ নভেম্বর ২৫/৩০টি গাছ কেটে নেন ওই এলাকার মৃত মতলিব মিয়ার ছেলে জুয়েল মিয়া। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) সুমাইয়া মমিনের নির্দেশে গোপলার বাজার তহশিল অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে গাছগুলো জব্দ করেন এবং সেখানে লাল নিশান টাঙ্গিয়ে দিয়ে আসেন। কিন্তু এর পরদিন আবারও জুয়েল ওই জায়গা থেকে বিভিন্ন জাতের লক্ষাধিক টাকার গাছ ও বাঁশ কেটে নেন। এ ব্যাপারে এলাকাবাসী প্রতিবাদ করলে জুয়েল মিয়া তাদেরকে প্রাণনাশের হুমকি দেন। এমনকি সেখানে তিনি পাকা ঘর নির্মাণ করে নিয়েছেন।


     এই বিভাগের আরো খবর