,

লায়লার ‘আশার বাত্তি’

মতিউর রহমান মুন্না ॥ আবারও নবীগঞ্জের কুতুব আফতাবের লেখা মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন ক্লোজআপ ওয়ান সেরা তারকা সুলতানা ইয়াসমিন লায়লা। তার এবারের উপহার ‘আশার বাত্তি। গানের গীতিকার কুতুব আফতাব, সুরকার এস কে সানু, সংগীত রেজওয়ান শেখ ও ভিডিও ডিরেকশন শিউল বাবু। গানটি আজ বৃহস্পতিবার বিকেল ৩:৩০ মিনিটে ‘বিরহী বাউল’ ইউটিউব চ্যানেলে ও ‘লায়লা অফিসিয়াল ফেসবুক পেইজে রিলিজ হবে। এরআগেও লায়লার বেশ কয়েকটি মৌলিক গান রিলিজ হয়। গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায় এবং সুরের মূর্ছনায় সংগীতপ্রেমীদের বিমোহিত করেন লায়লা। ২ বছর আগে কুতুব আফতাবের কথা ও সুরে ‘আমি যদি যাই মরিয়া’ লায়লা প্রথম গান করেছিলেন। গানটি অনেক জনপ্রিয়তা পেয়েছে। ভক্তদের অনুরোধে প্রতিটা স্টেজেই গানটি পরিবেশন করেন লায়না এবং গানটি অনেক শিল্পী তাদের ভালোলাগা থেকে কাভার করেছেন। উল্লেখ্য, লায়লা মূলত লোকগানের শিল্পী। ফকির লালন সাঁইজির গান পরিবেশনে পারদর্শী তিনি। বাংলাদেশ বেতারে এবং বাংলাদেশ টেলিভিশনে লালনের গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত আছেন। ২০১৬ সালে তার প্রথম একক অডিও অ্যালবাম ‘আমার কুঞ্জে’ প্রকাশিত হয়। ২০১২ সালে কোজআপ-১ চ্যাম্পিয়ন হন সুলতানা ইয়াসমিন লায়লা।


     এই বিভাগের আরো খবর