,

ব্যবসা প্রতিষ্ঠানে আগুন: নবীগঞ্জে থানায় অভিযোগ দেয়ায় বাড়িতে হামলা

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দোকানে ভাংচুর ও বসত ঘরে লোকজনের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের শেখ ছাদির মিয়ার (৬৮), শেখ আবিদুন নেছা (৫১), নুর মিয়া চৌধুরীর উপর হামলা ও দোকান ভাংচুর করে আশরাফুল মিয়া ও কাওসারের মিয়ার নেতৃত্বে একদল লোক হামলা করে তাদের গুরুত্বর আহত করে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তারা আগুন ধরিয়ে দেয় তার দোকান ঘরের বিদ্যুৎ মিটারে কাপড় দিয়ে। রাতে হঠাৎ করে আগুনের দাউ দাউ করে জ্বলে উঠতে দেখে আশেপাশের লোকজন সুর চিৎকার শুরু করে। আগুনের লেলিহান দেখে প্রতিবেশীরা তাদেরকে ঘর থেকে উদ্ধার করেন। উৎসুক জনতা বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার ঘটনায় কেউ হতাহত হন নি। এ সময় তাদের আর্তচিৎকারে আশেপাশে থাকা লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহাতায় আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা করেন। এ ঘটনায় ব্যবসায়ী শেখ ছাদির মিয়া (৬৮) বাদী হয়ে নবীগঞ্জ থানায় গত বুধবার সকালে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


     এই বিভাগের আরো খবর