,

মাধবপুরে ভূমিহীন গৃহহীনদের পুনর্বাসনের গৃহনির্মাণ কাজ উদ্ধোধন

পিন্টু অধিকারী ॥ ‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানকে সামনে রেখে মুজিববর্যের মধ্যে ভূমিহীন ও গৃহহীন সকল পরিবারের জন্য ঘর নিশ্চিতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে সরকার। মাধবপুর উপজেলায় প্রথম পর্যায়ে ‘ক’ শ্রেণি অর্থাৎ ভূমিহীন ও গৃহহীন ৩০টি পরিবারের ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহি অফিসার তাসনূভা নাশতারান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহি উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ, সাংবাদিক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সবগুলো বাড়ি সরকার নির্ধারিত একই ডিজাইনে নির্মাণ করা হবে। রান্নাঘর, সংযুক্ত টয়লেট ও ইউলিটি স্পেসসহ অন্যান্য সুবিধা থাকবে এসব বাড়িতে। উপজেলা নির্বাহি অফিসার তাসনূভা নাশতারান জানান, দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারের ঘর দেওয়ার যে ঘোষণা দিয়েছিলেন, তা সফল করতে সর্বাত্মক কাজ চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে প্রথম পর্যায়ে এক শ্রেণি অর্থাৎ ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন কার্যক্রম শুরু করা হয়েছে। মুজিববর্ষে দেশের সব মানুষকে ঘরে বন্দোবস্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। সেই নির্দেশনা অনুযায়ী কাজ শুরু হয়েছে। বর্তমান সরকার গরীব দুঃখী অসহায় মানুষের পরম বন্ধু।


     এই বিভাগের আরো খবর