,

২৪ ঘন্টায় করোনায় আরো ১৭ জনের মৃত্যু, শনাক্ত ২২৭৫ জন

সময় ডেস্ক ॥ দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৩২২ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২২৭৫ জন। মোট শনাক্ত ৪ লাখ ৪৩ হাজার ৪৩৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘন্টায় ১ হাজার ৭০৯ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৫৮হাজার ৪৩১ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ১১৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৫৯৫টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৬০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৬ লাখ ২২ হাজার ৫৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘন্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চে।


     এই বিভাগের আরো খবর