,

মাধবপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৬ ব্যবসায়ীকে জরিমানা

সংবাদদাতা ॥ মাধবপুর উপজেলায় করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে বাধ্যতামূলক মাস্কের ব্যবহার ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনূভা নাশতারান গত সোমবার সন্ধ্যায় মাধবপুর উপজেলা সদরে এ আদালত পরিচালনা করেন। স্বাস্থ্যবিধি না মানায় এ সময় তিনি ৬ ব্যবসায়ীকে সাড়ে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। উপজেলাবাসীকে করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও ঘরের বাইরে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে মাইকিং করে সতর্ক করে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান জানান, করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধের লক্ষ্যে বাধ্যতামূলক মাস্কের ব্যবহার ও অন্য স্বাস্থ্যবিধি নিশ্চিতের লক্ষ্যে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর