,

দরিদ্র ঘরের সন্তানেরাও এখন উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে -এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এমনভাবে গড়ে তুলতে চান, যেন সারা বিশ্ব বিস্ময়ে তাকিয়ে তাকে বাংলাদেশের দিকে। অন্য সরকারের সময়ে এদেশে এতিমের টাকা পর্যন্ত লুটপাট হয়েছে। কিন্তু বর্তমান সরকার হতদরিদ্র মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে। সুবিধাবঞ্চিতরা বছরজুড়ে সহায়তা পাচ্ছেন। মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহনির্মাণ কর্মসূচি বাস্তবায়নে গতকাল বুধবার শায়েস্তাগঞ্জ উপজেলা টাস্কফোর্স কমিটির সভা ও বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহিতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতার বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, বর্তমান সরকার বয়স্ক, বিধনা, স্বামী নিগৃহীতা ও অস্বচ্ছল প্রতিবন্ধীদেরকে সারা বছর ভাতা দিয়ে যাচ্ছে। দরিদ্র ঘরের সন্তানেরাও এখন উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে। কারণ এ সরকার বিনামূল্যে লেখাপড়ার সুযোগ করে দিয়েছে। এ সকল অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান ও মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জে গতকাল ত্রিশটি ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে আরো আড়াইশ’ পরিবার এ ঘর পাবে। প্রতিটি ঘর নির্মাণ ব্যায় হচ্ছে প্রায় পৌনে দুই লাখ টাকা।


     এই বিভাগের আরো খবর