,

নবীগঞ্জে দিনদুপুরে শিক্ষিকার গলায় ছুরি ধরে ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ দিনদপুরে গলায় ছুরি ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর ১২ টায় দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি এটিএম ফোয়াদ হাসানের স্ত্রী ও পৌরসভায় অবস্থিত নহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং নবীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষক সমাজের সহ-সভাপতি মোছাম্মৎ রেশমা বেগম এই শিকার হন। শিক্ষিকা রেশমা বেগমের সাথে আলাপ করে জানা যায়, সরকারী শিক্ষকদের ইএফটি ফরম পূরণ করে নহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গতকাল উপজেলা শিক্ষা অফিসে জমা দেওয়ার কথা। স্কুলে যাওয়ার পথিমধ্যে নহরপুর স্কুলের সামনে পৌছানো মাত্র কালো রঙ্গের মোটরসাইকেল যোগে হেলমেট পরিহিত ২ জন ছিনতাইকারী শিক্ষিকা মোছাম্মৎ রেশমা বেগম ও তার ৫ বছর বয়সী ছেলে সাইহানের রিক্সার গতিরোধ করে। এ সময় একজন রেশমা বেগমের গলায় ছুরি ধরে এবং অন্যজন ছেলে সাইহানকে ধরে রাখে। ছিনতাইকারী তাড়াহুড়ো করে শিক্ষিকা রেশমা বেগমের গলায় থাকা একটি স্বর্ণের চেইন টেনে ছিড়ে মটর সাইকেল যোগে পালিয়ে যায়। সন্তানের নিরাপত্বার কথা ভেবে শিক্ষিকা রেশমা বেগম ভয়ে চিৎকার করেননি। ছিনতাইয়ের ঘটনায় নহরপুর এলাকার আশেপাশের পুরুষ মহিলা জড়ো হতে থাকে এবং তাৎক্ষণিক নবীগঞ্জ থানা পুলিশের একদল পুলিশ এস.আই সমীরন দে, এস.আই শামসুল ইসলাম ও এস.আই মৃদুল কুমার ভৌমিক, এস.আই আঃ ওয়াদুদসহ সঙ্গীয় একদল পুলিশ ফোর্স ঘটনাস্থল ও আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান নবীগঞ্জ পৌরসভায় এরকম ঘটনা আগে কখনোই ঘটেনি একজন শিক্ষিকা ও সন্তানকে অস্ত্র ধরে ছিনতাই করার ঘটনাটি ছোট করে দেখার সুযোগ নেই। আমি নিজেও ওসি সাহেবের সাথে আলাপ করেছি এবং অতি দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতারের দাবী জানাই। নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র এএসপি পারভেজ আলম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমি ছিনতাইয়ের ঘটনাটি জেনেছি এবং এর সঙ্গে যারাই জড়িত থাকুকনা কেন আমরা এ ব্যাপারে ব্যাবস্থা গ্রহন করব, আমরা কাজ করছি। পরে তিনি নবীগঞ্জ থানায় এসে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা রেশমা বেগম ও তার পরিবারে অন্যান্য সদস্যদের সাথে দেখা করে ঘটনার বিস্তারিত তথ্য জেনে গেছেন। নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম এবং উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী বলেন অতি দ্রুত ছিনাতাইকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হউক। অন্যথায় নবীগঞ্জের শিক্ষক সমাজ আন্দোলনে নামতে বাধ্য হবে। নবীগঞ্জ থানা ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান অতি দ্রুত এই ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হবে।এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষক সমাজের সিনিয়র নেতৃবৃন্দ এবং শিক্ষক সমাজের সিনিয়র নেতৃবৃন্দ সুষ্ট বিচার ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে নবীগঞ্জ থানা ওসি (তদন্ত) আমিনুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন উপজেলা সহকারী শিক্ষক সমাজের সভাপতি হরিপদ দাশ, সাধারন সম্পাদক মোঃ আঃ মজিদ, উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ও প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া, সহকারী শিক্ষক সমাজের সহসভাপতি মাতলুবুর রহমান, আব্দুস সোবহান, প্রধান শিক্ষক মিহির কান্তি দাশ, সহকারী শিক্ষক শ্রীবাস সুত্রধর, শিক্ষক সমাজ ক্রিয়া সম্পাদক দীপক দাশ, সিনিয়র সহকারী শিক্ষক অসীত কুমার বৈদ্য প্রমুখ।


     এই বিভাগের আরো খবর