,

২০১১ সালে পৌর নির্বাচনকে ঘিরে, নবীগঞ্জে পুলিশের মামলায় বিএনপির ৬৯ নেতাকর্মীর বেকসুর খালাস

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ২০১১ সালে পৌর নির্বাচনের পরবর্তী সময় বিএনপির মনোনিত মেয়র প্রার্থী এড. আব্দুস শহিদ গোলাপের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা বিভিন্ন মামলা জিআর-৭ পুলিশ এসল্ট মামলা থেকে বিএনপির ৬৯ জন নেতাকর্মী বেকসুর খালাস পেয়েছেন। ২০১১ সালে পৌর নির্বাচনে ভোট চুরির অভিযোগ এনে নবীগঞ্জ পৌরসভার ছালামতপুরস্থ হাজারি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনের পর নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেন। এ সময় নবীগঞ্জ শহরে থমথমে অবস্থা বিরাজ করে। ভোট চুরির অভিযোগে মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ বাদি হয়ে তিনটি মামলা দায়ের করে। দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলার রায় হয় ২০১১ সালে এবং ২০১৯ সালে রায় হয় জিআর ৮/১৪/নবী নং মামলার। উভয় মামলায়ই আসামীরা বেকসুর খালাস পান। গতকাল মঙ্গলবার হবিগঞ্জের বিজ্ঞ চীফ জুডিশিয়াল আদালতের রায়ে খালাস প্রাপ্ত বিএনপি নেতাকর্মীরা হলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মরহুম এড. আব্দুস শহিদ গোলাপ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তৎকালীন সাধারন সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী শেফু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৎকালীন সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোশাহিদ আলম মুরাদ, জুসেফ বখত, হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সোহেল, জুবায়ের আহমেদ সুমন, এলাইছ, মিঠু, শাহিদ, রুবেল, আজমল, খোকনসহ ৬৯ জন বিএনপির নেতাকর্মীর বেকসুর খালাস পান।


     এই বিভাগের আরো খবর