,

নবীগঞ্জে সিএনজি শ্রমিকদের নৈরাজ্য! বিপাকে সাধারণ মানুষ

সংবাদদাতা ॥ নবীগঞ্জে রাস্তায় দাঁড় করিয়ে রাখা অবৈধ সিএনজি শ্রমিক (চালকদের) নৈরাজ্যে অতিষ্ঠ সাধারণ মানুষ। অতিরিক্ত ভাড়া আদায়সহ যাত্রীদের সাথে অশোভন আচরণ বেড়েই চলছে দিনদিন। এদিকে নবীগঞ্জ টু আউশকান্দি সড়কের কিবরিয়া চত্তরের পাশে প্রতিদিন দেশীয় অস্ত্র হাতে অপেক্ষায় থাকে একদল যুবক। তাদের টার্গেট নবীগঞ্জগামী অপর সিএনজি ও চালক। নবীগঞ্জগামী কোনো সিএনজি শ্রমিক বা (চালক) পেলেই গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে মারপিট। যাত্রীদের সাথেও চলে অশোভন আচরণ। সিএনজি থেকে নামিয়ে দিয়ে পায়ে হেটে আউশকান্দি থেকে নবীগঞ্জ আসতে বলা হয়। সূত্রে জানা যায়, এসবের নেতৃত্ব দিচ্ছেন আউশকান্দি মহাসড়কের পাশে রাস্তায় দাঁড় করিয়ে গাড়ি রাখা সিএনজি স্ট্যান্ডর শ্রমিক (চালক) স্থানীয় যুবকরা। এতে করে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। গত ৮/১০ দিন যাবত নবীগঞ্জ শহর থেকে কোনো সিএনজি অটোরিক্সা, রিক্সা, টমটম প্রবেশ করতে পারছে না আউশকান্দি এলাকায়। এ বিষয়টি প্রশাসনের সু-নজর চান সাধারণ মানুষ। যাত্রী হয়রানি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল। খোঁজ নিয়ে জানা যায়, এ সড়কে প্রায়ই সিএনজি শ্রমিকদের (চালক) নৈরাজ্যের কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এ ব্যাপারে জানতে চাইলে সিএনজি চালকরা বলছেন, বেশ কিছুদিন আগে ঘোলডুবার দুই সিএনজি চালককে বেধরক মারধর করে আউশকান্দি সিএনজি স্ট্যান্ডের শ্রমিকরা। এতে করেই সিএনজি শ্রমিকদের মধ্যে বিরোধ চলছে। গ্যাস পাম্প আউশকান্দি মহাসড়কের পাশে হওয়ায় নবীগঞ্জের সিএনজি শ্রমিকরা আউশকান্দি গ্যাস আনতে গেলে মারধরের শিকার হচ্ছেন প্রতিনিয়িত। আলীম নামে এক যাত্রী বলেন, ঢাকা থেকে বাসে করে এসে আউশকান্দি নেমে নবীগঞ্জ যাওয়ার জন্য সিএনজি না পেয়ে রিক্সায় উঠলে হঠাৎ করে একদল যুবক এসে আমাকে রিক্সা থেকে নামিয়ে দিয়ে বলে পায়ে হেটে নবীগঞ্জ যান। কেন আমি পায়ে হেটে যাব জানতে চাইলে তারা আমার সাথে অশোভন আচরণ করেন। হুমায়ূন নামে আরেক কলেজ শিক্ষাথী জানান, সিলেট থেকে বাসে করে এসে আউশকান্দি নেমে কোনো গাড়ি না পেয়ে একটি টমটমে উঠতে চাই। ঠিক তখনই একদল যুবক এসে অশোভন আচরণ করতে শুরু করে। আমরা সাধারণ মানুষ রাস্তাঘাটে এভাবে সিএনজি চালকদের অশোভন আচরণের শিকার হলে তো আর চলবে না। এর স্থায়ী একটি সমাধান চাই। আমরা বিশ্বাস করি স্থানীয় প্রশাসন এসব অবৈধ স্ট্যান্ড গুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে।


     এই বিভাগের আরো খবর