,

হবিগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার আদলে অনেকদিন ধরেই হবিগঞ্জে সক্রিয় হয়ে উঠেছে ‘কিশোর গ্যাং’ যাদের মূল লক্ষ্যই হচ্ছে পাড়া মহল্লা ভিত্তিক নিজেদের আধিপত্য বিস্তার করা। ফলে এই গ্যাংটি শহরের সাধারণ মানুষদের মধ্যে আতংকের কারণ হয়ে দাড়িয়েছে। গত বৃহস্পতিবার বিকালে সরকারি বৃন্দাবন কলেজ সংলগ্ন মি.বার্গার দোকানের ভেতর প্রবেশ করে তারা এক কলেজ ছাত্রকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে। স্থানীয় লোকজন ওই ছাত্রকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন। আহত মারুফ হাসান রাফি (২০) হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের অনার্স (বিজ্ঞান) প্রথম বর্ষের ছাত্র। সে শহরের নাতিরাবাদ এলাকার সুহেল মিয়ার ছেলে। পড়াশোনার পাশাপশি তাদের ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করে। তবে কি কারণে তাকে কুপিয়ে জখম করা হয়েছে সে বিষয়ে কিছুই জানে না ওই কলেজ ছাত্র। তবে একটি সূত্র জানায়, জনৈক কলেজ ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কের ঘটনার ক্ষোভে যুবকরা এ ঘটনা ঘটিয়েছে। এদিকে ঘটনার সময় সিসিটিভিতে একটি ফুটেজ ধারণ হয়। ফুটেজে দেখা যায়, প্রথমে দুটি যুবক মি.বার্গারে প্রবেশ করে। কিছুক্ষণ পর আরও কয়েকজন যুবক অস্ত্র হাতে ওই প্রতিষ্ঠানের সামনে এসে দাড়ায়। এক পর্যায়ে সবাই অস্ত্র নিয়ে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে কিছুক্ষণ পর দৌড়ে বের হয়ে যায়। এ ঘটনায় কলেজছাত্রের বাবা সুহেল মিয়া বাদি হয়ে সুলতান মাহমুদপুর এলাকার শাকিল আহমেদ, বড় বহুলা গ্রামের রাজু মিয়ার পুত্র রুহেলসহ ১৯ জনকে আসামি করে মামলা করেন। এ ব্যাপারে জানতে হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামিদের ধরতে অভিযান চলমান আছে।


     এই বিভাগের আরো খবর