,

নবীগঞ্জে হামলায় পিতা ও কলেজ ছাত্রী মেয়ে আহত

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামে হামলায় শাহিন আহমেদ বুসুর (৫০) ও তার মেয়ে ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত শাহিন আহমেদ বুসুর জানান, তার ভাই আয়াছ উদ্দিনের সাথে জায়গা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তার বিরোধ চলে আসছে। এর জের ধরে তার চলাচলের রাস্তাও বন্ধ করে দেয় আয়াছ উদ্দিন। স্থানীয় ওয়ার্ড মেম্বার বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেও ব্যর্থ হন। গতকাল বৃহস্পতিবার দুপুরে আয়াছ উদ্দিন কোন কারন ছাড়াই বুসুরকে গালিগালাজ করে। বুসুর আহমেদ এর প্রতিবাদ করলে আয়াছ উদ্দিনের নেতৃত্বে রুবেল, জুবেদ হাসান ও হাবিবুর পূর্ব পরিকল্পিত ভাবে তার বসত ঘরে ডুকে তাকে ও তার কলেজ পড়ুয়া মেয়ে সাঞ্জানা বেগম সাঞ্জু (১৮)এর উপর এলোপাতাড়ি হামলা করে দেশীয় অস্র দিয়ে মারপিট করে। এতে তিনিসহ তার মেয়ে আহত হন। তিনি আরো জানান, মারপিট করে তারা চলে যাওয়ার পর ইনাতগঞ্জ বাজার ডাক্তারে যাওয়ার জন্য ব্যাটারী চালিত টমটম গাড়ীতে উঠলে এখানে এসেও তারা ২য় দফা হামলা করে। এসময় স্থানীয় ওয়ার্ড মেম্বার আজিম উদ্দিন ও সমাজ সেবক জানার আহমেদ হামলাকারীদের কবল থেকে তাদের উদ্ধার করে ডাক্তারে নিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য আজিম উদ্দিন ও জানার আহমেদ। এব্যাপারে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে আহত সুত্রে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর