,

এড. আবুল খায়ের ধর্ষণ মামলায় হাইকোট থেকে জামিনে মুক্তি

সংবাদদাতা ॥ এডভোকেট আবুল খায়ের আজাদ ধর্ষণ মামলায় গত ১৫/১২/২০২০ইং তারিখে হাই কোর্ট থেকে জামিন লাভ করেছেন। এডভোকেট আবুল খায়ের আজাদ হবিগঞ্জ জেলা আদালতে সুনামের সহিত পেশাগত দায়িত্ব পালন কালে গত ০৭/০১/২০২০ইং তারিখে হবিগঞ্জ সদর মডেল থানায় নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামের আঃ মজিদের পুত্র আলী হুসেন এর শালিকা বিলকিছ আক্তারকে দিয়ে একটি ধর্ষন মামলা দায়ের করেন আবুল খায়ের আজাদ উজ্জ্বল একজন বিজ্ঞ আইনজীবি হিসাবে আইন আদালতে প্রতি শ্রদ্ধাশীল হয়ে গত ০৯/১১/২০২০ইং তারিখে নারী শিশু আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করেন। এর প্রেক্ষিতে মহামান্য হাই কোর্টে জামিনের আবেদন করলে উচ্চ আদালত ধর্ষন মামলার জামিন মঞ্জুর করেন। ঘটনার বিবরণে জানা যায়, নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামের আঃ মজিদের ছেলে আলী হুসেন গংদের সাথে এডভোকেট আবুল খায়ের আজাদের পিতা ও চাচাগণের সাথে প্রায় কোটি টাকার বিল্ডিং সহ বিভিন্ন বিষয় সম্পত্তি সংক্রান্ত একাধিক মামলা দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে একাধিক মামলা বিচারাধীন থাকায় উক্ত বিষয় সম্পত্তি সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে এডভোকেট হিসাবে পরিচালনা করার কারণে আক্রোশে আক্রোশান্নিত হয়ে মামলায় পরাজিত হওয়ায় ভয়ে শেষ অস্ত্র হিসাবে আলী হুসেনের শালিকা বিলকিছ আক্তারকে দিয়ে ধর্ষন মামলা দায়ের করে। এ জাহারকারী বিলকিছ আক্তার তাহার এজাহারে ১ম ঘটনার তারিখ ১৫/১১/২০১৬ইং সাল দেখাইয়া অর্থাৎ তিন বছর ১ মাস ২২ দিন অতিবাহিত হওয়ার পর ধর্ষনের অভিযোগ দায়েরের ঘটনাটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। শুধু মাত্র এডভোকেট এর মান সম্মান ক্ষুন্ন সহ ক্ষতি সাধনের অসৎ উদ্দেশ্য এবং ল্যান্ড সার্ভে মামলা পরিচালনা থেকে বিরত রাখার জন্য বিলকিছ নামের মহিলাকে দিয়ে মিথ্যা উক্তিতে মামলা দায়ের করা হয়। এডভোকেট আবুল খায়ের আজাদ স্বল্প সময়ে আইন পেশায় উন্নতিসহ সামাজিক বিচার বৈঠকে সক্রিয় ভূমিকা পালন করেন। এ বিষয়ে এডভোকেট আবুল খায়ের আহাদ বিশ্বাস করেন সাজানো মামলায় শেষ পর্যন্ত আইনী লড়াইয়ে খালাস পাবেন বলে তিনি আশাবাদী।


     এই বিভাগের আরো খবর