,

শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে রাত হলেই বৃদ্ধি পায় অপরাধিদের আনাগোনা

জুয়েল চৌধুরী ॥ শত বছরের ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে নেই মানসম্মত যাত্রীসেবা। রাত হলেই স্টেশনে বৃদ্ধি পায় অপরাধিদের আনাগোনা। স্টেশনে প্রতিনিয়তই ঘটছে চুরি-ছিনতাইয়ের ঘটনা, আর বসছে মাদকের হাট। এ অবস্থায় প্রায় অরতি হয়ে পড়েছে পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এ স্টেশনটি।
জানা যায়, শায়েস্তাগঞ্জ স্টেশনে প্রতিদিন ভিড় জমে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানগামী হাজার হাজার যাত্রীর। কিন্তু নানামূখি অব্যবস্থাপনার কারণে মানসম্মত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন যাত্রীরা। পুলিশি টহল জোরদার না থাকায় অপরাধিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে স্টেশনটি। দিনে দিনে বাড়ছে মাদকসেবি ও ছিনতাইকারীদের উৎপাত। ফলে প্রায় প্রতিদিনই ঘটছে মোবাইল ও মানিব্যাগসহ মূল্যবান মালামাল ছিনতাইয়ের ঘটনা। প্রতি রাতেই স্টেশনের চারপাশে বসে মাদকের হাট। চলে জমজমাট বিকি-কিনি। অনেক সময় নেশাগ্রস্থদের বখাটেপনার শিকার হন সাধারণ যাত্রীরা।


     এই বিভাগের আরো খবর