,

নবীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থীর সভায় আ’লীগ নেতা সভাপতি

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর সভায় আওয়ামী লীগ নেতার সভাপতিত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ওই আওয়ামী লীগ নেতা এবং তার ছেলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে দুইজনকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আলমগীর চৌধুরী। তিনি জানান, গত ১৯ ডিসেম্বর নবীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী ৬নং ওয়ার্ডে এক মতবিনিময় সভা করেন। ওই সভায় সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফরোজ মিয়া চৌধুরী। এছাড়াও সভায় সার্বিক সহযোগিতা করেন তার ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী কনু। বিষয়টি নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সভার ছবি ভাইরাল হলে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় আলোচনা সমালোচনা। ক্ষোভ দেখা দেয় নবীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে। এদিকে, বিষয়টি নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় এক জরুরী বর্ধিত সভা আহবান করে নবীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ। পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মুজাহিদ আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা এড. আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ¦ ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ¦ সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদ সদস্য এড. সুলতান মাহমুদ প্রমূখ। সভায় সিদ্ধান্ত নেয়া হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে নবীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফরোজ মিয়া চৌধুরী ও তার ছেলে একই ওয়ার্ডের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী কনুকে দল থেকে অব্যাহতি দেয়া হয়। এ বিষয়ে বিএনপির মনোনীত বর্তমান মেয়র ছাবির আহমদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- সভাটি দলীয় ছিলনা গ্রামবাসীর উদ্যোগে ছিল।


     এই বিভাগের আরো খবর