,

নবীগঞ্জে রাসুল (সাঃ) এর জীবনীর উপর রচনা প্রতিযোগিতা

নবীগঞ্জ উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সংগঠন প্রভাতী সামাজিক সংস্থা, নবীগঞ্জ এর উদ্যোগে  রাসুল (সাঃ) এর জীবনীর উপর রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ২৫ ডিসেম্বর ২০২০ হতে ১৫ জানুয়ারী ২০২১ পর্যন্ত রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুইটি গ্রুপে রচনা প্রতিযোগিতা হবে।
* ক গ্রুপ- ৬ষ্ঠ- ১০ম শ্রেণী(স্কুল,আলিয়া ও কওমি মাদরাসা)
বিষয়- রাসুলুল্লাহ (সাঃ) এর জীবন চরিত
মাধ্যমঃ বাংলা বা ইংরেজি
শব্দ সংখ্যাঃ অনূর্ধব ১৫০০ শব্দ
* খ গ্রুপ- একাদশ শ্রেণী – স্নাতকোত্তর (কলেজ,বিশ্ববিদ্যালয়,আলিয়া ও কওমি মাদরাসা)
 বিষয়- মানবতার বন্ধু মুহাম্মদ (সাঃ)
মাধ্যমঃ বাংলা বা ইংরেজি
শব্দ সংখ্যাঃ অনূর্ধব ২০০০ শব্দ
* পুরস্কার- প্রতিটি গ্রুপের জন্য  পৃথক পৃথক পুরস্কার থাকবে।
১ম পুরস্কার- ৪০০০ টাকার প্রাইজমানি+ ১০০০টাকা সমমূল্যের ইসলামী বই
২য় পুরস্কার- ২০০০ টাকার প্রাইজমানি+ ১০০০টাকা সমমূল্যের ইসলামী বই
৩য় পুরস্কার- ১০০০ টাকার প্রাইজমানি+ ১০০০টাকা সমমূল্যের ইসলামী বই
এছাড়া থাকছে আরো ২০টি আকর্ষনীয় পুরস্কার।
* নিয়মাবলী-
১। প্রতিযোগীকে অবশ্যই নবীগঞ্জের অধিবাসী হতে হবে।
২। প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রী সবাই অংশগ্রহণ করতে পারবে।
৩। আলাদা কাগজে অংশগ্রহণকারীর পুরো নাম, শিক্ষা প্রতিষ্ঠান,শ্রেণী,মোবাইল নং ও স্থায়ী ঠিকানা লিখতে হবে।
৪। A4 সাইজের কাগজে রচনা লিখতে হবে।
৫। ২৫ ডিসেম্বর ২০২০ হতে ১৫ জানুয়ারী ২০২১ পর্যন্ত সময়ের মধ্যে রচনা লিখে নিম্নে উল্লিখিত স্থানে রচনা জমা দিতে হবে। অনলাইনেও রচনা জমা দেওয়ার সুযোগ রয়েছে। । provti.nabigonj@gmail.com এই ঠিকানায় পিডিএফ(pdf)আকারে জমা দিতে হবে।
৬। বিশেষ অনুরোধঃ প্রতিযোগীরা বই পুস্তক অধ্যয়ন করে(প্রয়োজনে বই ঘেটে) রচনা লিখবেন। ব্যক্তি বিশেষের সাহায্য নিয়ে রচনা লিখবেন না। রাসুল সাঃ এর সীরাত চর্চার এই মহতি উদ্যোগে কেউ অসাধু উপায় অবলম্বন করবেন না বলেই আমাদের বিশ্বাস।
৭। বিশেষ জ্ঞাতব্যঃ প্রতিযোগিতা বিষয়ক সকল আপডেট পেতে প্রভাতী সামাজিক সংস্থা,নবীগঞ্জ পেইজে জানানো হবে। প্রতিযোগিতা সংক্রান্ত যেকোন বিষয়ে প্রশ্ন থাকলে পেইজের মেসেজ সেকশনে প্রশ্ন
করবেন।আপডেট পেতে পেইজে লাইক দিয়ে সাথে থাকুন। পেইজ লিঙ্ক-  https://www.facebook.com/Provati.Nabigonj
৮। প্রতিযোগিতা সংক্রান্ত  যেকোন বিষয়ে আয়োজকদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
৯। ১৬ জানুয়ারী থেকে পরবর্তী ২০ দিনের মধ্যে ফলাফল এসএমএস(SMS)এর মাধ্যমে এবং ফেসবুক পেইজে জানানো হবে।পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
রচনা জমা দেওয়ার স্থানগুলো থেকে যেকোন স্থানে নির্দিষ্ট বক্সে রচনা জমা দেওয়া যাবে।
যে সব স্থানে রচনা জমা দেওয়া যাবে –
১। লাল-সবুজ যুবসংঘের কার্যালয়, বাল্লারহাট।
২। কাজীগঞ্জ বাজার দাখিল মাদ্রাসা , কাজীগঞ্জ বাজার
৩। ঘোলডুবা এম,সি উচ্চ বিদ্যালয়,ঘোলডুবা
৪। নাদামপুর উচ্চ বিদ্যালয়,নাদামপুর
৫। ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়, ইনাতগঞ্জ
৬। দীঘলবাক হাফিজিয়া মাদরাসা, দীঘলবাক
৭। আনিকা ফ্যাশন, কামারগাও বাজার
৮। আল এহসান কম্পিউটার, সঈদপুর বাজার
৯। বেঙ্গল ফুড,মধ্য বাজার,আউশকান্দি
১০। তাহিরপুর নয়মৌজা ইত্তেফাকিয়া আলিম মাদ্রাসা,তাহিরপুর
১১। গোপলার বাজার উচ্চবিদ্যালয়, গোপলার বাজার
১২।নিপা ডিপার্টমেন্টাল স্টোর, বাংলাবাজার
১৩। পাঞ্জারাই জি কে ওয়াই দাখিল মাদ্রাসা, পাঞ্জারাই
১৪। হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়,শাখোয়া,
নবীগঞ্জ
১৫। দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা,তিমিরপুর
১৬। আরমান উল্লাহ একাডেমি,  নবীগঞ্জ
১৭। রিয়াজ লাইব্রেরী, জে,কে,স্কুল রোড, নবিগঞ্জ
১৮। মডার্ন ডিজিটাল স্টুডিও, চৌধুরী বাজার
১৯।শামীম টেইলার্স,পাইকপাড়া
২০। বালিদ্বারা মাদ্রাসা,দেবপাড়া
২১।মেসার্স ছাবিহা ট্রেডার্স,  সদরঘাট,  নতুনবাজার।
২২।নীলা ফাস্টফুড, ফুলতলি বাজার
২৩।দিনারপুর আইটি এন্ড কম্পিউটার প্রেস, জনতার বাজার
২৪।ইমামবাড়ি জামেয়া আরাবিয়া টাইটেল মাদরাসা,
মধ্যবাজার, ইমামবাড়ি।
২৫। জনপ্রিয় ফার্মেসী, রইসগঞ্জ বাজার, মাদ্রাসা সংলগ্ন।
২৬।পিংকি লাইব্রেরি এন্ড টেলিকম, পানিউমদা বাজার।
উক্ত সীরাত প্রতিযোগিতার স্পন্সর করেছেন হবিগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্ট, ইউ.কে এবং ড.নাজমুল হোসাইন।


     এই বিভাগের আরো খবর