,

নবীগঞ্জে প্রচারনায় মেয়র প্রার্থী ব্যস্ত ছাবিব আহমদ চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ আসছে আগামী ১৬ জানুয়ারী নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় ধাপে প্রথম শ্রেণীর খেতাব প্রাপ্ত নবীগঞ্জ পৌরসভা নির্বাচন। নির্বাচনে রাত-দিন গণসংযোগ ও প্রচারনায় ব্যস্ত মেয়র প্রার্থী বর্তমান মেয়র বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। নবীগঞ্জ পৌর বিএনপির দীর্ঘ দুই যুগ ধরে সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও তিনি ধান চাউল ব্যবসায়ী সমিতিরসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্টানের মালিক। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে সমাজ উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছেন। আগামী ১৬ই জানুয়ারী শনিবার ধানের শীষ প্রতীকে ভোটের জন্য নির্বাচনী মাঠে ঘুমহীন প্রচরানায় ব্যস্ত রয়েছেন। তিনি দলের নেতাকর্মীকে সাথে নিয়ে পৌর এলাকার বিভিন্ন পাড়া, মহল্লায় ঘরে ঘরে গিয়ে মানুষের ধারে ধারে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য অনুরোধ করছেন। তিনি প্রতিদিন প্রতিটি পাড়ায় পাড়ায় ভোটারদের কাছে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন। দলীয় নেতাকর্মী প্রচারনা শেষে রাতে বাড়ি চলে গেলে তিনি গভীর রাত পর্যন্ত একা একা প্রচারনা করতে দেখা যায়। গতকাল রবিবার পৌর এলাকার সালামতপুর গ্রাম ও শেরপুর-আউশকান্দি রোডের বিভিন্ন দোকান ও পথচারীদের সাথে গণসংযোগ করেন আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। ইতিপূর্বে তিনি তার নির্বাচনী প্রচারনা যারা তার ধানের শীষে প্রতীকের ভোট দেয়ার জন্য গন্ধ্যা, মদনপুর, কলেজ পাড়া ও মায়ানগর নিয়ে গঠিত ১নং ওয়ার্ডে এবং ২নং ওয়ার্ডের ওসমানী রোড, ও অভয়নগর এলাকার লোকজনের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। তিনি ধাপে ধাপে পৌরসভার সকল ওয়ার্ডের ভোটারদের সাথে মতবিনিময় সভা করবেন বলে জানা গেছে। মতবিনিময় সভায় তিনি মানুষের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তিনি বিগত ৫ বছরে তার আমলে উন্নয়ন মূলক বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। তিনি পরিকল্পিত উন্নয়ন, সুষম বণ্টন ও পৌর সভার উন্নয়নের কাজে সকল নাগরিক ব্যবসায়ীদের অংশগ্রহন নিশ্চিত করতে চান। তিনি বলেন, নবীগঞ্জ পৌরসভার প্রতিষ্ঠাকালীন সময় থেকে ৩ বারের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ ছিলেন, ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মেয়র হিসাবে কাজ করছেন। তিনি আরো বলেন, বিগত ৫ বছরে নবীগঞ্জ পৌরসভার যে উন্নয়ন হয়েছে তা বিগত ১৭ বছরের হয়নি। যা পৌর নাগরিকবৃন্দদের সামনে দৃশ্যমান রয়েছে। নবীগঞ্জ পৌরসভার নাগরিকবৃন্দ যদি থাকে ভোট দিয়ে ২য় বারের মত মেয়র নির্বাচিত করে তাহলে নবীগঞ্জ পৌরসভাকে দেশের একটি মডেল পৌরসভায় রুপান্তরিত করতে নিরলস কাজ করে যাবেন।


     এই বিভাগের আরো খবর