,

প্রতিপক্ষকে প্রাণনাশের হুমকি, নবীগঞ্জে ত্যাজ্যপুত্র ঘোষিত লিটন মিয়াসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

সংবাদদাতা ॥ নবীগঞ্জে পিতা কর্তৃক ত্যাজ্যপুত্র ঘোষিত লিটন মিয়াসহ ১০ জনের বিরুদ্ধে প্রতিপক্ষকে প্রাণনাশের অপচেষ্টা, হুমকি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগে আদালতে মামলা হয়েছে। উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের ক্বারী আব্দুল মোছাব্বির এর ছেলে মোঃ জয়নাল আবেদীন বাদী হয়ে গত ২ জানুয়ারি হবিগঞ্জের নির্বাহী হাকিম আদালত-২ এ মামলা দায়ের করেন। মামলার আসামীরা হল মৃত ছনোয়ার শিকদারের ছেলে মিজানুর রহমান শিকদার, মৃত মহিন উদ্দিনের ছেলে আব্দুল আলী ও তার ৫ পুত্র লিটন মিয়া, লিফটন মিয়া, লোদন মিয়া, জাহাঙ্গীর মিয়া, দুরুদ মিয়া, মৃত মতলিব মিয়ার পুত্র মুকিত মিয়া, মৃত মঈন উদ্দিনের পুত্র সানু মিয়া ও তার পুত্র মোহন মিয়া। মামলার এজাহারে উলেখ করা হয় উল্লেখিত আসামীরা এলাকায় প্রচার করছে বাদী জয়নাল আবেদীন ও তার পরিবারের সদস্যদেরকে সুযোগমত পেলে খুন করে লাশ ঘুম করে ফেলবে অথবা তাদের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলাসহ বিভিন্ন মামলা মোকদ্দমা দায়ের করে হয়রানি ও ক্ষতিগ্রস্থ করবে। আসামীরা তাদের দলভূক্ত যে কাউকে খুন করে কিংবা লুকিয়ে রেখে বাদী ও তার লোকজনের উপর মিথ্যা মামলা দায়ের করবে অথবা পরিবারের যেকোন সদস্যকে এসিড নিক্ষেপ করে পুড়িয়ে মারবে অথবা বাদীর বাড়ীঘরে চুরি ডাকাতি করাবে এবং বাড়ীঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে অথবা আসামীরা নিজেদের বাড়ীঘর পুড়িয়ে বাদী ও তার লোকজনের উপর মিথ্যা মামলা দায়ের করবে। বাদী ও তার লোকজনকে রাস্তাঘাটে ভাড়াটে লোকদ্বারা অপমান অপদস্ত করবে অথবা তাদের বাড়ী ঘরের আশপাশে অবৈধ জিনিস রেখে তাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করবে এবং গরু বাছুর চুরি করে নিয়ে যাবে। এরই ধারাবাহিকতায় গত ২৬ ডিসেম্বর বিকেল ৫টার সময় বাদী জয়নাল আবেদীন তার আত্মীয় মকছুদ আলীর বাড়ীতে যাওয়ার জন্য রওয়ানা দিলে আসামীদের বাড়ীর সামনের রাস্তায় পুর্ব থেকে ওৎ পেতে থাকা আসামীপ ফিকল, রামদা, লোহার রড, ইত্যাদি নিয়া বাদীকে প্রাণে হত্যার উদ্দেশ্যে আক্রমন করতে উদ্যত হলে তিনি প্রাণরক্ষার্থে শোর চিৎকার করতে থাকেন। তার শোর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রা করেন। উলেখ্য, আসামী লিটন মিয়াগং কুর্শি গ্রামসহ বিভিন্ন গ্রামে রাস্তাঘাটে চুরি, ডাকাতি, ছিনতাই এমনিক নারী কেলেঙ্কারীসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত রয়েছে। চুরি ও ডাকাতিতে লিপ্ত থাকা অবস্থায় গ্রামের পঞ্চায়েতে লিটন গংদের পুলিশে সোপর্দ করা হয়। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। ফলে আব্দুল আলী হবিগঞ্জের নোটারী পাবালিকের কার্যালয় উপস্থিত হয়ে এফিডেভিটের মাধ্যমে তার পুত্র লিটন মিয়ার সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন। সর্বশেষ ত্যাজ্যপুত্র ঘোষিত লিটন গং জয়নাল আবেদীনকে হুমকি ও প্রাণনাশের অপচেষ্টায় কুর্শি গ্রামে উত্তেজনা বিরাজ করছে।


     এই বিভাগের আরো খবর