,

নবীগঞ্জে নতুন বই পেলো আইডিয়াল ল্যাবরোটরী হাই স্কুলের শিক্ষার্থীরা

সলিল বরণ দাশ ॥ বৈশ্বিক মহামারী করোনাভাইরাস দূর্যোগময় পরিস্থিতির মধ্যেও যথাসময়ে প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার। করোনাভাইরাস পরিস্থিতির কারণে সারাদেশের ন্যায় নবীগঞ্জে এবার বই উৎসব হয়নি। উৎসব না হলেও সংক্রামণ এড়াতে এবার ব্যতিক্রমীভাবে বই বিতরণ করে আইডিয়াল ল্যাবরোটরী হাই স্কুল। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় আইডিয়াল ল্যাবরোটরী হাই স্কুলে অভিভাবকদের উপস্থিতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। আইডিয়াল ল্যাবরোটরী হাই স্কুলে সভাপতি সলিল বরণ দাশের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক মোঃ নজির আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাদেক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার ও আইডিয়াল উইমেন্স কলেজের সভাপতি নিরুপম দেব। এছাড়া শিক্ষকদের মধ্যে আরও বক্তব্য রাখেন সুমন আহমেদ, অপু সনাতন দ্ধীপ শংকর রায়, বিদ্যুৎ চন্দ্র পাল প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেক হোসন বলেন, এবার নবীগঞ্জে কোন বই উৎসব না হলেও বই নিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ দেখা গেছে। অনেকদিন পর বইয়ের শিক্ষাপ্রতিষ্ঠানে আসা শিক্ষার্থীরাও বেশ খুশি। যারা নির্ধারিত সময়ে বই নিতে পারেননি তারা স্কুল থেকে বই সংগ্রহ করতে পারবেন। এদিকে উৎসব না হলেও শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে আনন্দের ছাপ। নতুন বছরের পঞ্চম দিনে শীতকে উপেক্ষা করে স্কুলগুলোতে উপস্থিত হয় শিক্ষার্থীরা। স্কুলের শিক্ষকরা একে একে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করার করেন। করোনাভাইরাসের কারণে শিক্ষার্থী স্বাস্থ্যের প্রতি আরও বেশী সচেত হয়ে উঠেন। স্কুলে বই নিতে আসা খুদে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি অনুসরণ করতে দেখা গেছে।


     এই বিভাগের আরো খবর