,

নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের বিশেষ বর্ধিত সভায় ইউপি নির্বাচনে ইমদাদুল হক চৌধুরীকে আওয়ামীলীগের একক প্রার্থী ঘোষনা

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামীলীগ নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের উদ্যোগে গতকাল শনিবার বিকেল ৪ টায় এক বিশেষ বর্ধিত সভা ইউনিয়ন অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি জ্যোতিষ রায়, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক আনোয়ার মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মইনুল ইসলাম ও জগৎ সিংহ, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও ইউপি সদস্য আব্দুল নূর, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আমীরুল ইসলাম চৌধুরী, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি দুলাল চন্দ্র সরকার, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নীরদেন্দু বিকাশ ধর (ঠগর),৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি পংকজ দেব, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি এরশাদুল হক চৌধুরী, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বিবন দেব, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সুন্দর মিয়া, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হেলাল আহমদ চৌধুরী, ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন হাফিজ, তাতীলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আঃ সালাম, ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য মাহমুদুল হক চৌধুরী রাকু প্রমুখ। উক্ত সভায় সিদ্ধান্ত হয়- আগামী ইউনিয়ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ইমদাদুল হক চৌধুরীকে আওয়ামীলীগের একক প্রার্থী ঘোষনা এবং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের শাহ শহীদ আলী সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বিএনপি রজনীতির সাথে জড়িত ছিল। বর্তমানে সে ইংল্যান্ডে বসবাস করে প্রচার করছে-সে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ এর ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইউপি নির্বাচনে দলের টিকেট পাবে। সভায় তার বিরুদ্ধে নিন্দার প্রস্তাব গৃহিত হয়। আসন্ন নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী গোলাম রসূল রাহেল চৌধুরীর পক্ষে ইমদাদুল হক চৌধুরীর নিজ উদ্যোগে নির্বাচনে ভোট সংগ্রহ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।


     এই বিভাগের আরো খবর