,

আজ থেকে ২ দিন ব্যাপী বড়চর জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদ্রাসায় বার্ষিক ওয়াজ শুরু

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদ্রাসায় ২ দিন ব্যাপী ৭ম তম বার্ষিক ওয়াজ ও তাফসীরুল ক্বোরআন ইসলামী মহা সম্মেলন শুরু হয়েছে। ২ দিন ব্যাপী এই সম্মেলন আজ সোমবার দুপুর ২টা থেকে মধ্য রাত পর্যন্ত বড়চর বাজার সংলগ্ন একটি মাঠে ৬ অধিবেশনে অনুষ্ঠিত হবে। ২ দিন ব্যাপী এই সম্মেলনে আজ বিকাল ৩টা থেকে আছর পর্যন্ত ১ম অধিবেশনে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন স্থানীয় উলামায়ে কেরাম, বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত ২য় অধিবেশনে নামাজের গুরুত্ব বিষয়ে আলোচনা করবেন বাহুবলের শায়খুল হাদিস আল্লামা মুনির উদ্দিন, বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত ৩য় অধিবেশনে গীবত ও চোঘল খোরীর পরিচয় ও তার কুফল বিষয়ে আলোচনা করবেন বি-বাড়ীয়ার হযরত মাওঃ মুফতি বশির আহমদ, বাদ এশা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ৪র্থ অধিবেশনে পর্দার গুরুত্ব বিষয়ে আলোচনা করবেন নবীগঞ্জের হযরত মাওঃ নুরুল হক, রাত সাড়ে ৮টার পর থেকে রাত ১০টা পর্যন্ত ৫ম অধিবেশনে সুদ ও ঘোষ বিষয়ে আলোচনা করবেন বি-বাড়ীয়ার হযরত মাওঃ ঈসমাইল হুসেন সিরাজী, রাত ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৬ষ্ঠ অধিবেশনে তাওবা কি? কেন এবং কিভাবে করতে হয় বিষয়ে আলোচনা করবেন বরুণার হযরত মাওঃ সাঈদুর রহমান। আগামীকাল মঙ্গলবার বিকাল ৩টা থেকে আছর পর্যন্ত পরকালীন মুক্তি কোন পথে বিষয়ে আলোচনা করবেন বড়চরের হযরত মাওঃ সাজ্জাদুর রহমান, বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত ২য় অধিবেশনে সাহাবায়ে কেরামের আত্মত্যাগ বিষয়ে আলোচনা করবেন বাহুবলের হযরত মাওঃ আব্দুল হাই, বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত ৩য় অধিবেশনে আল-কোরআনের মর্যাদা বিষয়ে আলোচনা করবেন বাহুবলের হাফিজ মাওঃ আব্দুন নূর, ৪র্থ অধিবেশনে শানে রাসূল (সাঃ) বিষয়ে আলোচনা করবেন কোয়াকাটার আলহাজ্ব হযরত মাওঃ হাফিজুর রহমান সিদ্দিকী, ৫ম অধিবেশনে শানে আউলিয়া বিষয়ে আলোচনা করবেন ঢাকার হযরত মাওঃ নাসির উদ্দিন আনসারী ও ৬ষ্ঠ অধিবেশনে অপকর্মের পরিনতি বিষয়ে আলোচনা করবেন শ্রীমঙ্গলের হযরত মাওঃ মাজাহিদুল ইসলাম। অনিবার্য কারণ বশতঃ নির্ধারিত অনুষ্ঠান সূচী পরিবর্তন হতে পারে উল্লেখ করে উক্ত ইসলামী মহা-সম্মেলনে সকল মোমিন মুসলমানদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওঃ মাহমুদুর রহমান।


     এই বিভাগের আরো খবর