,

মাধবপুর পৌর নির্বাচন: মেয়র পদে বিএনপি প্রার্থী বিজয়ী

পিন্টু অধিকারী ॥ মাধবপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান মানিক বিজয়ী হয়েছেন। সিলেট বিভাগের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই পৌরসভায় দ্বিতীয় ধাপে পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি ওয়ার্ডের ৯টি সেন্টারের ৪০টি কক্ষে বিরতিহীনভাবে নজিরবিহীন নিরাপত্তায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ করা হয়। এ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে নির্বাচন কমিশন র‌্যাবের তিনটি টিম, চার প্লাটুন বিজিবি, ২২০ জন পুলিশ সদস্য, ও ৮১ জন আনসার বাহিনী ও নয়টি কেন্দ্রে নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বণিক দায়িত্ব পালন করেন। এ ছাড়া নয়জন প্রিজাইডিং অফিসার ও নয়জন সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন। ভোট গননা শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান মানিক (ধানের শীষ প্রতীক )কে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী মোট বৈধ ভোট ১২৮৩৩ টি। (ধানের শীষ প্রতীক) নিয়ে হাবিবুর রহমান মানিক ৫০৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পংকজ কুমার সাহার চেয়ে ৮৪৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। পংকজ কুমার সাহা (নারিকেল গাছ প্রতীক) পেয়েছেন ৪১৮৫ ভোট। এছাড়া শাহ মোঃ মুসলিম (জগ প্রতীক) পেয়েছেন ৩০৪৯ ভোট ও শ্রীধাম দাশ গুপ্ত নৌকা প্রতীক নিয়ে ৫৬৮ ভোট পেয়েছেন। প্রসঙ্গত, ১৯৯৭ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মেয়র পদ আওয়ামী লীগের দখলে ছিল। প্রথম বারের মতো এবার নির্বাচনে বিজয়ী হয়ে রেকর্ড করলেন বিএনপিথর প্রার্থী হাবিবুর রহমান।


     এই বিভাগের আরো খবর