,

হবিগঞ্জ সদর হাসপাতালে অবৈধ অ্যাম্বুলেন্স স্ট্যান্ড

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে আবারো গড়ে উঠেছে অবৈধ অ্যাম্বুলেন্স স্ট্যান্ড। হাসপাতাল বাউন্ডারির ভেতরে অটোরিকশা ও রিকশার পাশাপাশি সারিবদ্ধ করে রাখা হয় অ্যাম্বুলেন্স। অভিযোগ রয়েছে, রোগীদেরকে অসুস্থতার সুযোগে তাদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। জানা যায়, হাসপাতাল বাউন্ডারির ভেতরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অলিখিতভাবে গড়ে উঠেছে এই অ্যাম্বুলেন্স স্ট্যান্ড। যত্রতত্র পার্কি করা এ যানবাহনের জন্য হাসপাতালে রোগী নিয়ে প্রবেশ করা কষ্ট হয়ে পড়ে। এখানে শহর ও শহরের বাইরে থেকে আসা বিভিন্ন প্রাইভেট কিনিকের অ্যাম্বুলেন্সগুলোকে পার্কিং করতে দেখা গেছে। কিছুদিন আগে এ নিয়ে সংবাদ প্রকাশ হলে মাঝখানে অ্যাম্বুলেন্সগুলো সরানোর ব্যবস্থা করলেও আবারও চালকরা স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে অ্যাম্বুলেন্স পার্কিং করছে। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, সারিবদ্ধ করে রাখা হয়েছে অ্যাম্বুলেন্সগুলো।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতাল কম্পাউন্টে কোনো প্রাইভেট অ্যাম্বুলেন্স রাখা নিষেধ। কিন্তু এ আদেশ উপেক্ষা করে প্রাইভেট অ্যাম্বুলেন্স সারিবদ্ধ করে রাখা হচ্ছে। রোগী আসামাত্রই বিভিন্ন অজুহাতে ঢাকা-সিলেট নিয়ে যাওয়া হয়। এমনকি রোগীদের গুনতে হয় অতিরিক্ত ভাড়া। এ বিষয়ে তত্ত্বাবধায়ক হেলাল উদ্দিন জানান, হাসপাতালের ভেতরে প্রাইভেট অ্যাম্বুলেন্স রাখা নিষেধ। ইতোপূর্বেও তাদেরকে নিষেধ করা হয়েছে। আবারও রাখা হলে তাহলে ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর