,

নবীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ২৫টি ঘর পেল ভূমিহীন ও গৃহহীন পরিবার

চৌশতপুরে ১৯৯৬ইং সালে আশ্রয়ন প্রকল্প করে দেন প্রধানমন্ত্রী – উপজেলা চেয়ারম্যান

পৃথিবীর ইতিহাসে এতগুলি ঘর-বাড়ি, গৃহ নিমার্ন করে দিতে পারেননি কেউ- ইউএনও

জাবেদ তালুকদার : সরকারের পক্ষ থেকে ভুমিহীন ও গৃহহীনদের একটি সুন্দর ঘরের স্বপ্ন পুরনের প্রথম ধাপে সারাদেশে ৬৬ হাজার ১ শত ৮৯ পরিবার এর মধ্যে নবীগঞ্জ উপজেলায় ২৫টি পরিবার পেল একটি করে আধাপাকা বাড়ি। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় মুজিববর্ষের অঙ্গীকার “আশ্রায়নে অধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার” এই শ্লোগানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধনের মাধ্যমে ভুমিহীন ও গৃহহীনদের কাছে ঘরগুলো হস্তান্তর করা হয়। গতকাল শনিবার সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা প্রজীপ কর্মকর্তা আহমদের সঞ্চালনায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলূল হক চৌধুরী সেলিম। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সুমাইয়া মমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, টিএইচও ডাঃ আব্দুস সামাদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আজিজুর হক, নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম আলীবর্দী খান সুজন, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাকারিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া, ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, মুহিবুর রহমান হারুন, আবু সাইদ এওলা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নাদিয়া আক্তার, উপ-সহকারী কর্মকর্তা কামরুন নাহার সোমা, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প অফিসের মোঃ খায়রুল আলম সহ বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, আজ প্রায় ৪০ বছর যাবত অনেক সরকার আসছেন এবং চলে গেছেন কিন্তু কোন সরকার অসহায় গৃহহীন পরিবারদের জন্য কিছু করেননি। বর্তমান জন বান্ধব সরকার জনগণের নেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে নবীগঞ্জ উপজেলার চৌশতপুরে ১৯৯৬ইং সালে আশ্রয়ন প্রকল্প করে দেন। তাই সকলের নিকট বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করছি। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন বলেন, আজ যে কাজের উদ্বোধন করছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে এতগুলি ঘর বা বাড়ি গৃহ নিমার্ন করে দিতে পারেননি কেউ। একমাত্র বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করার কারনেই এটি সম্ভব হয়েছে। তিনি আরও বলেন ওই বাড়ি/ঘর বিক্রি বা স্থানান্তর করা যাবে না এমনকি কারো নিকট বন্ধকও দিতে পারবে না। যদি কেউ এমন কাজ করেন সেক্ষেত্রে ভুল করবেন। তিনি আরও জানান প্রত্যেকটি ঘরে ১ লক্ষ ৭১ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে এবং ২টি করে পাকা ঘর রয়েছে। তিনি ২য় পর্যায়ে আরো ৫০টি ঘর আসবে এবং উপজেলা (খ) তালিকা ভুক্ত ১০৮৭টি ঘরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সেগুলি তালিকা করে মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে আগামীতে এগুলির কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন যে, বিভিন্ন সূত্রে খবর পাওয়া যায় এই ঘরের কথা বলে কোন কোন দুষ্ট লোক আমার অফিসে বা অন্য কোথাও যদি এরকম কোন লোক প্রতারনা করেন সেক্ষেত্রে তিনি উপজেলা নির্বাহী অফিসার অথবা উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি)কে অবহিত করার অনুরোধ জানান। তিনি পল্লী বিদ্যুতের ডিজিএমকে অনুরোধ করে বলেন যাতে করে অসহায় গৃহহীনরা বাড়িতে সহজে বিদ্যুৎ পেতে পারেন সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান। তিনি নবীগঞ্জ-বাহুবল এলাকার এমপি গাজি মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সুমাইয়া মমিন দিন রাত পরিশ্রম করার বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করায় আজ এই অসহায় গৃহহীনরা বাড়ি ঘর পেলেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় সকল বক্তাই প্রধান মন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বলেন মাননীয় প্রধান মন্ত্রী আমাদের দেশ ও জনগণকে নিয়ে স্বপ্ন দেখেন আজ ওই স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে।


     এই বিভাগের আরো খবর