,

কামাল হোসেন ও আক্রাম হোসেনের সৌজন্যে নবীগঞ্জের গুজাখাইরে ৩শ’ শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

জাবেদ তালুকদার ॥ নবীগঞ্জ উপজেলার গুজাখাইর গ্রামের মরহুম হাজী মকবুল হোসেন ছল্লুক মিয়ার সুযোগ্য পুত্র কামাল হোসেন ও আক্রাম হোসেনের সৌজন্যে ৩০০ জন গরীব ও অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় মরহুম হাজী মকবুল হোসেন ছল্লুক মিয়ার বাড়িতে এ কম্বল বিতরণ করা হয়। গুজাখাইর গ্রামের বিশিষ্ট মুরব্বী মোঃ নুরুল আমীনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, মাও: রুহুল আমীন, হাজী সাজন মিয়া, মোতাব্বির হোসেন ময়না মিয়া, মোঃ গেদা মিয়া, লুৎফুর রহমান, মোঃ নুরুজ্জামান, মোঃ কামরুজ্জামান, শাহেদ মিয়া, সাকু মিয়া, সুজন মিয়া, ফারুল মিয়া প্রমূখ। এ সময় গুজাখাইর গ্রামের ৩০০ জন নারী ও পুরুষ অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। গ্রামবাসী মরহুম হাজী মকবুল হোসেন ছল্লুক মিয়ার সুযোগ্য পুত্র কামাল হোসেন ও আক্রাম হোসেনের প্রশংসা করে তীব্র এ শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানান।


     এই বিভাগের আরো খবর