,

শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে পৌর নাগরিকবৃন্দের সহযোগিতা কামনা

সলিল বরণ দাশ/জাবেদ তালুকদার ॥ দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী ছাবির আহমেদ চৌধুরী। নির্বাচিত হওয়ার ৭ দিনের মধ্যেই নিজেই পৌরসভা এলাকার নির্বাচনী পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণে নেমে পড়েন বিজয়ী মেয়র ছাবির আহমদ চৌধুরী। খুব দ্রুত সময়ে শহরকে পরিচ্ছন্ন করতে গতকাল রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে অপসারণ অভিযান শুরু করেন তিনি। শহরের ট্রাফিক পয়েন্ট, জে.কে স্কুল পয়েন্ট, গন্ধা চত্ত্বর ও হাসপাতাল চত্বর এলকায় দীর্ঘসময় এই অভিযানের নেতৃত্ব দেন মেয়র ছাবির আহমেদ চৌধুরী। এ সময় মেয়রের সাথে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শহর পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছেন মেয়র ছাবির আহমদ চৌধুরী। তিনি বলেন, ব্যানার পোস্টার এতোদিন নির্বাচনী প্রচারণায় ব্যবহার হয়ে আসছিলো। নির্বাচনের পরে এর কোনো প্রয়োজন নেই। যতদ্রুত সম্ভব পৌর এলাকায় নির্বাচনী পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করা হবে। দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত করায় পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে সকল পৌর নাগরিকবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


     এই বিভাগের আরো খবর