,

শায়েস্তাগঞ্জে বেড়াতে এসে লাশ হলেন স্কুল শিক্ষক

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে বেয়াইর বাড়িতে বেড়াতে এসে কারের ধাক্কায় লাশ হলেন স্কুল শিক্ষক। জানাযায়, গতকাল রবিবার রাত ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকায় সিলেটগামী প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ- ১১-১১৩২) ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন সহকারি শিক্ষক সুধীর চন্দ্র দেব (৫০)। পুলিশ জানায় বাহুবল উপজেলার মানবকল্যান উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুধীর চন্দ্র দেব গতকাল রবিবার দুপুরে তার ছেলের মামা শুশুরের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার গংগানগর গ্রামের ধীরেন্দ্র দেবের বাড়িতে আসেন। সন্ধ্যার পরে নতুনব্রীজ বাজারে আসেন সুধীর দেব। বাজার থেকে বেয়াইর বাড়িতে ফেরার পথে প্রাইভেট কারের ধাক্কায় তিনি মারা যান। তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নের ফুলতলি গ্রামের বাসিন্দা। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন ঘন কুয়াশার কারণে এ দূর্ঘটনাটি ঘটে। প্রাইভেট কারটি আটক করে থানায় নিয়ে এসেছি। তবে চালক পালিয়ে গেছে।


     এই বিভাগের আরো খবর