,

হবিগঞ্জে প্রা. শিক্ষক কল্যাণ সমিতির মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ অর্থ মন্ত্রণালয়ের পত্র প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হবিগঞ্জে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি হবিগঞ্জ জেলা শাখা। গতকাল রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শারীরিক দূরত্ব মেনে মানববন্ধন কর্মসূচী পালন করে সংগঠনটি। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক মো. এমদাদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক নেতা আঃ আওয়ালের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান বাহার, সদস্য আলীউর রহমান, মর্তুজ আলী, আঃ মতিন প্রমুখ। দাবিগুলো হল- ২০২০ সালের ১২ আগস্ট অর্থ মন্ত্রণালয়ে পত্র প্রত্যাহার করতে হবে। অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকুরির শর্তাদি নির্ধারণ) বিধিমালা ২০১৩ এর ধারা-২(গ) তে বর্ণিত বেসরকারি চাকুরির ৫০% কার্যকর চাকুরিকালের ভিত্তিতে টাইমস্কেলসহ অন্যান্য আর্থিক সুবিধা, জ্যেষ্ঠতা ও পদোন্নতি বহাল। মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রতি আন্তরিক থাকলেও কুচক্রী মহলের জন্য আজ আমাদের রাস্তায় নামতে হয়েছে। আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সো”চার হয়েছি। দাবি না পর্যন্ত আন্দোলন চলবে।’মানববন্ধন শেষে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির নেতৃব”ন্দ হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলামের কাছে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি তুলে দেন।


     এই বিভাগের আরো খবর