,

শায়েস্তাগঞ্জে স্কুল ছাত্র তানভীর হত্যার ঘটনায় মামলা দায়ের

সংবাদদাতা ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় দশম শ্রেণীর ছাত্র তানভীর হত্যার ঘটনায় পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েক জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। স্কুল ছাত্র তানভীরের লাশ উদ্ধারের একদিন পর গতকাল বুধবার বিকালে নিহত তানভীরের পিতা ফারুক মিয়া বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীরা হলেন- উপজেলার পশ্চিম নছরতপুর গ্রামের সৈয়দ আলীর পুত্র উজ্জল মিয়া (২৫) ও নুরপুর গ্রামের মলাই মিয়ার পুত্র শান্ত (২৬) ও বাছিরগঞ্জ বাজারের জলিল কবিরাজের পুত্র জাহিদ মিয়া (২৮) সহ আরো দুই জন। মামলার তদন্তের স্বার্থে অন্যদের আসামীদের পরিচয় জানায়নি পুলিশ। এর আগে গত মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার নুরপুর ইউনিয়নের পশ্চিম নছরতপুর গ্রামে সৈয়দ আলীর পুত্র আসামী উজ্জলের বাড়ীর পরিত্যক্ত একটি পুকুর থেকে তানভীরের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তানভীর একই গ্রামের ফারুক মিয়ার পুত্র। সে স্থানীয় আফরাজ আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।


     এই বিভাগের আরো খবর