,

নবীগঞ্জে নতুনবাজার মোড়ে তাহসিন প্লাজার ভিত্তিপ্রস্তর স্থাপ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরের প্রান কেন্দ্র শেরপুর রোড, ওসমানী রোড এবং হবিগঞ্জ রোডের কেন্দ্রস্থল আব্দুল মতিন চৌধুরী স্কয়ার সংলগ্ন বিশিষ্ট শিক্ষানুরাগী সত্ত্বাধিকারী অধ্যাপক আব্দুল হান্নানের তত্ত্ববধানে ৫ তলা বিশিষ্ট আধুনিক শপিং সেন্টার ‘তাহসিন প্লাজা’ নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়ছে। ৩১ রবিবার সকালে তাহসিন প্লাজা’র ভিত্তি প্রস্তর স্থাপন কজের উদ্বােধন কারেন, ‘তাহসিন প্লাজা’র সত্ত্বাধিকারী অধ্যাপক আব্দুল হান্নান,নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী । এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সস্পাদক ও নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী সেফু, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, নবীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, প্রধান শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সালেহ জীবন, বিশিষ্ট ব্যবসায়ী ছাবু মিয়া, খালিছ মিয়া, আতাউর রহমান, নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ ভট্টাচায্য শুভ, বিশিষ্ট ব্যবসায়ী নিয়ামুল হক, সেজুয়ান আহমেদ, আল-করিম মসজিদের সাবেক খতিব মনসুর আহমেদ আজাদ, আব্দুল হামিদ, নান্দার মিয়া, ডাঃ স্বপন সূত্রধর, অজয় সূত্রধর, মো. কামরুজ্জামান, আব্দুল মুক্তাদির, মাওলানা চুনু মিয়া, মন্নান মিয়া প্রমুখ। উল্লেখ্য, আগামী ৯ মাসের মধ্যে তাহসিন প্লাজার কাজ সম্পন্ন হবে। নবীগঞ্জ শহরের কেন্দ্রস্থলে ‘তাহসিন প্লাজা’ নির্মিত হওয়ায় দোকান কোঠা, ব্যাংক, বীমা, ও অফিসের জন্য আকর্ষণীয় হবে বলে মনে করছেন অনেকেই। তাই এরই মধ্যে তাহসিন প্লাজায় দোকান কোঠা, ব্যাংক, বীমা, অফিসের জন্য ভাড়া দেয়া হইবে। এতে আগ্রীদের যোগাযোগ করার জন্য আহবান জানানো যাচ্ছে।


     এই বিভাগের আরো খবর