,

টিকার মিশ্রণ নিয়ে বিজ্ঞানীদের সতর্কতা

সময় ডেস্ক ॥ করোনা ভাইরাসের বিরুদ্ধে এখন ৯টি টিকা শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে বলে দেখা যাচ্ছে। এর ফলে করোনায় ভয়াবহভাবে আক্রান্ত এবং মৃত্যুহার কমে আসবে বলে আশা করা হচ্ছে। অল্প কয়েক
মাস আগেও এ বিষয়টি ছিল কল্পনায়। এখন বিজ্ঞানীরা একাধিক টিকা একত্রে মিশ্রিত করে প্রয়োগ করার কথা বিবেচনা করছেন। একাধিক টিকা একত্রিত করে টিকার কর্মক্ষমতা বাড়ানোর উদ্যোগ এরই মধ্যে শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে রাশিয়ায় তৈরি স্পুটনিক-৫ এবং অক্সফোর্ড/এস্ট্রাজেনেকার টিকা একত্র করে ব্যবহার করা হয়েছে। আরেকটি পরীক্ষায় অক্সফোর্ড/এস্ট্রাজেনেকার টিকার সঙ্গে ফাইজার/বায়োএনটেকের টিকা মিশ্রিত করা হচ্ছে। এসবের পরীক্ষা চলছে। একই রকম আলোচনা চলছে অন্য টিকা নিয়ে। এসব পরীক্ষার ফল পাওয়া পর্যন্ত স্বাস্থ্য কর্মকর্তারা সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। ‘ব্যতিক্রমী পরিস্থিতি’ ছাড়া এক টিকার সঙ্গে অন্য টিকা মিলিয়ে ব্যবহার অনুৎসাহিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। বৃটেনেও জনস্বাস্থ্য ইংল্যান্ড একই রকম অবস্থান নিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন সায়েন্স ম্যাগাজিন।


     এই বিভাগের আরো খবর