,

নবীগঞ্জে করোনা’র টিকা নিতে উপছেপড়া ভীড় ॥ টিকা নিলেন ২ হাজার ২’শ ৬১ জন

এম.এ মুহিত/জাবেদ তালুকদার ॥ নবীগঞ্জে মহামারী করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন গ্রহনে উপছে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। গতকাল সোমবার সরেজমিন গিয়ে দেখা গেছে নারী পুরুষ মিলে ৫টি বুথে টিকা প্রদানের সেবা দিয়ে যাচ্ছেন ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা সেবা প্রদানকারীরা। টিকার আনুষ্ঠানিক কার্য্যক্রম গত ৭ ফেব্রুয়ারী থেকে শুরু করা হয়েছে। উপজেলা নির্বাহী
অফিসার ও উপজেলা ভ্যাকসিন কমিটির সভাপতি শেখ মহি উদ্দিন এই কার্য্যক্রমের শুভ সুচনা করেন। উপজেলা ভ্যাকসিন কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সার্বিক তত্ববধানে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত ৭ ফেব্রুয়ারী শুরু থেকে গতকাল বিকাল পর্যন্ত এ হাসপাতালে মোট ২ হাজার ২ শত ৬১ জন মানুষ সরকারের এ সেবা গ্রহন করেছেন। যার মধ্যে পুরুষ ১ হাজার ৪ শত ৭০ জন এবং মহিলা ৭ শত ৯১ জন। শুরুর দিকে সাধারন মানুষের মাঝে টিকা নিতে কিছুটা অনিহা থাকলেও টিকা গ্রহনকারী লোকজন একে থেকে অপরজনকে উদ্বুদ্ধ করা এবং উপজেলা প্রশাসন, হাসপাতাল কর্ত”প গণমাধ্যম কর্মীরা সঠিকভাব প্রচার করায় বর্তমানে আর এনিয়ে কোন দ্বিধা নেই। গতকাল উপছেপড়া ভীড়ি টিকা নিলেন, নবীগঞ্জ প্রেসকাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সাবেক সভাপতি সরওয়ার শিকদার, সাবেক সাধারণ সম্পাদক সলিল বরন দাশ, সংবাদকর্মী শাকিব চৌধুরী, ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা হেলাল আহমদ, ব্যবসায়ী অমীয় রায়, তনয় কান্তি ঘোষ অঞ্জনসহ বিভিন্ন লোকজন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন বলেন, সরকারের এ মহৎ কাজ বাস্তবায়নে আমি নিজে প্রথমে টিকা গ্রহন করেছি। কোন প্রতিক্রিয়া নাই এবং সবাই অনলাইনে রেজিষ্টেশন করে টিকা গ্রহন করে সরকারী কাজকে বেগবান ও সহযোগীতার করার জন্য সকলের প্রতি আহবান জানাই। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন, সরকারী নির্দেশ অনুযায়ী টিকা প্রদানের প্রথম দিন থেকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেজিষ্টশনকৃত পুরুষ ও মহিলাদের আমাদের স্বাস্থ্যকর্মীরা যথাযথভাবে করোনা প্রতিষেধক টিকা প্রদান করে যাচ্ছেন। উল্লেখ্য ৭ ফেব্রুয়ারী থেকে উপজেলার পণথমে ৫৫ এবং পরে ৪০ বছরের উর্দ্ধে লোকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫টি বুথে ১১ হাজার ৯ শত পুরুষ ও নারীকে ১৫টি ক্যাটাগরির ভিত্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রানালয়ের নির্দেশনা অনুযায়ী করোনাভ্যাকসিন প্রদান (টিকা) দেয়া হবে এবং প্রত্যেককে ৪ সপ্তাহ (২৮ দিন) পর দ্বিতীয় ডোজ (টিকা) প্রদান করা হবে। এতে নবীগঞ্জ উপজেলায় প্রথম ধাপে ৫ হাজার ৯ শত ৫০ জন পুরুষ ও নারী টিকা পাবেন। স্বাস্থ্যবিভাগের তথ্যমতে, গর্ভবতী, জ্বর, কাশ্বিসহ যারা ওই দিন অন্যান্য রোগে আক্রান্ত হবেন তাদের করোনা ভ্যাকসিন (টিকা) না দেয়ার আহবান জানানো হয়। এছাড়াও টিকা দেয়ার পর যদি কেউ অসুস্থ বোধ করেন এেেত্র তাদেরকে ভয় বা আতংকিত না হওয়ার জন্য জানানো হয়। পর্যায়ক্রমে উপজেলার কোন নারী পুরুষ টিকা থেকে বঞ্চিত না হন এ বিষয়ে কাজ করছে সরকার।


     এই বিভাগের আরো খবর