,

বাইডেনের নজরে জি সেভেন

সময় ডেস্ক ॥ আমেরিকাকে নয়া মন্ত্রে বেঁধে দিতে চান জো বাইডেন। তাই সাতটি দেশকে নিয়ে তৈরি হওয়া জি সেভেনের বৈঠককে তিনি পাখির চোখে দেখছেন। ভার্চুয়ালি হওয়া এই বৈঠকে আমেরিকার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন বাইডেন। পাশাপাশি করোনাকালের পর মার্কিন দেশের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্কগুলি ফের একবার ঝালিয়ে নিতে চান তিনি। এনডিটিভি সূত্রে খবর, জি সেভেনের এই বৈঠকে চীন নিয়ে নিজের ধারণা ব্যক্ত করবেন বাইডেন। বিশ্বের সেরা সাতটি দেশের সঙ্গে বাইডেনের এই বৈঠক কতটা আগ্রাসী হবে তার দিকে তাকিয়ে বিশ্ব। বিশ্বের অর্থনীতি করোনার ফলে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরবর্তীকালে কোন পথে সেখান থেকে মুক্তি মিলবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে জি সেভেন বৈঠকে। বাজার অর্থনীতি কিভাবে ঘুরে দাড়াবে তারও হদিস থাকবে এই বৈঠকে। হোয়াইট হাউজে একটি বার্তায় বাইডেন বলেছেন, এবারের জি সেভেন বৈঠক সকলের কাছে গুরুত্বপূর্ন হতে চলেছে। স্বাস্থ্য খাতে প্রতিটি দেশই যে তাদের বরাদ্দ বাড়াতে চলেছে তা নিয়েও তিনি কথা বলবেন। পাশাপাশি আগামী ৪ বছরে আমেরিকা কোন মন্ত্রে সকলের সঙ্গে কাজ করবে তাও জানাবেন তিনি। বাইডেন মনে করেন, ডনাল্ড ট্রাম্প হুয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আমেরিকাকে যে অনেকটা পিছিয়ে দিয়েছেন তা জানাতে ভোলেননি বাইডেন। বাইডেন ফের একবার হুয়ের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী। পাশাপাশি প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে ফের একবার কথা বলতে চান বাইডেন। তবে চীন প্রসঙ্গে ফের কড়া মনোভাব দেখাতে পারেন বাইডেন। বিগত প্রেসিডেন্টের মতই তিনি চীন নিয়ে ফের একবার মার্কিন নীতিকেই লাগু করতে চাইবেন। ১ দশমিক ৯ ট্রিলিয়ন অর্থ নিয়ে আমেরিকা ফের একবার ঘুরে দাঁড়াতে চাইছে বলে বার্তা দিয়েছেন বাইডেন।


     এই বিভাগের আরো খবর