,

নবীগঞ্জে নসিমন গাড়ীর চাপায় পথচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ-বানিয়াচং সড়কের সাধু মিয়া মার্কেটের সামনে গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে নবীগঞ্জগামী একটি নসিমন গাড়ীর চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত লুৎফুর রহমান বাবুল (৫২) পৌর এলাকার রাজাবাদ গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। ঘটনার খবর পেয়ে পুলিশ দূর্ঘটনায় কবলিত নসিমন (বটবটি) গাড়ী এবং চালককে থানায় আটক করেছে। স্থানীয় সুত্রে জানাযায়, উল্লেখিত সময়ে পৌর এলাকার রাজাবাদ গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে লুৎফুর রহমান বাবুল বাজারে যাচ্ছিল। ওই সড়কের সাধু মিয়া মার্কেটের সামনে আসামাত্র পিছন দিক থেকে আসা দ্রুতগামী একটি নসিমন (বটবটি) গাড়ী উক্ত পথচারীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান শুন্য হয়ে পড়েন। তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন আহত বাবুলকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করেন। পরে আহতকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সড়ক দূর্ঘটনায় লুৎফুর রহমান বাবুল মৃত্যুর খবর এলাকায় পৌছলে শোকের ছায়া নেমে আসে। অপর এদিকে ঐ দূর্ঘটনায় মৃত ব্যক্তিকে কেন্দ্র করে নসিমন গাড়ির পক্ষে স্থানীয় রাজাবাদ গ্রামের কিছু লোক কথা বললে উত্তেজনের সৃষ্টি হয়। এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এর জের ধরে বিকেলের দিকে হরিপুর গ্রামের মৃত হাকিম মিয়ার ছেলে ফরহাদ মিয়ার বাড়িতে এবং রাজাবাদ গ্রামের আখলিছ মিয়ার বাড়ীতে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে বলে সূত্রে জানা গেছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান নসিমন (বটবটি) গাড়ী ও চালক সজিব মিয়া (১৩) কে থানায় আটক করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর