,

মাধবপুরে সেগুনভর্তি ট্রাক আটক ধরা ছোয়ার বাইরে বনদস্যুরা

মাধবপুর প্রতিনিধি ॥ চুনারুঘাট থানাধীন সংরক্ষিত বনাঞ্চল থেকে অবাধে পাচার হচ্ছে মূল্যবান সেগুন গাছ। বৃক্ষ পাচার ওপেন সিক্রেট হলেও ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে বনদস্যুরা! দীর্ঘদিন পর গতকাল সোমবার দিবাগত রাতে বনাঞ্চল থেকে চোরাই ভাবে বৃহদাকারের সেগুন গাছ পাচারকালে মিনি ট্রাক ঢাকা মেট্রো-ন ১৮-৫৪১১ মাধবপুর থানা পুলিশের হাতে আটক হয়। সেগুন ভর্তি ট্রাকটি আটক হলেও আটক করতে ব্যর্থ হয় চোরাকারবারী ও ট্রাকের ড্রাইভার হেলপারকে। থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম রাত্রিকালিন পাহারা দেওয়ার সময় সেগুন ভর্তি মিনি ট্রাক আটকের সত্যতা নিশ্চিত করে তিনি জানান, বন বিভাগের লোকজন এসে থানা থেকে গাছভর্তি ট্রাকটি তাদের হেফাজতে নিয়ে গেছে। এ ব্যাপারে রঘু নন্দন রেঞ্জ কর্মকতা রিয়াজ আহম্মেদ চোরাই সেগুন গাছসহ মিনি ট্রাকটি তাদের হেফাজতে নিয়ে আইনি পক্রিয়ায় করা হচ্ছে বলে জানিয়েছে।


     এই বিভাগের আরো খবর