,

নবীগঞ্জের পাঞ্জারাই গ্রামে শৈলা নদী ভরাট করে ঘর নির্মাণ

সংবাদদাতা ॥ নবীগঞ্জের পাঞ্জারাই গ্রামের আফজল মিয়ার বিরুদ্ধে সরকারী জায়গা ও নদীতে মাটি ভরাট করে ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। সরকারী জায়গা ও নদীতে মাটি ভরাট বন্ধে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কমকর্তা বরাবরে আবেদন করেন নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের মোঃ শাহজাহান তালুকদার। অভিযোগের বিবরণে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের মৃত মোঃ রইছ উল্লার পুত্র আফজল মিয়া সরকারী শৈলা নদী ও নদীর পাড়ের প্রায় ৪০/৫০ শতক জায়গা অবৈধভাবে মাটি দ্বারা ভরাট করে ঘর নির্মাণের কাজ করছে। এতে করে এলাকাবাসীর চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। নদী ভরাট করে ঘর নির্মাণ করার কারণে এলাকবাসী চরম দুর্ভোগে পড়েছেন। নদী ভরাট করার কারণে বর্ষা মৌসুমে পানি নিষ্কাষন ব্যবস্থাও বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপরে সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবচ্ছা গ্রহণ করা হবে।


     এই বিভাগের আরো খবর