,

বানিয়াচংয়ে বাল্য বিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক কর্মশালা

জহিরুল ইসলাম নাসিম ॥ বানিয়াচংয়ে বাল্য বিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা, জনাব আলী সরকারি কলেজের অধ্যক্ষ সাফিউজ্জামান খান, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, আহাদ মিয়া, রেখাছ মিয়া, হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুল আলম, গোলাম আকবর চৌধুরীসহ বিভিন্ন দফতরের প্রধান, জনপ্রতিনিধি ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান অতিথি ক্যানসারে আক্রান্ত ৪৩ জন লোকের মধ্যে ৫০ হাজার টাকা করে ২২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ ও ২০২১-২০২২ সালের বিজিডি কার্ডের উপকার ভোগীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে কার্ড ও চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন।


     এই বিভাগের আরো খবর