,

১৮৫টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাচ্ছে বাংলাদেশী সাপপোর্ট

মতিয়ার চৌধুরী ॥ ২০২১ সালের হ্যানলী পাসপোর্ট ইনডেক্সের তথ্যমতে দেখা গেছে ব্রেক্সিট কার্যকর হওয়ার পর শক্তিশালী অবস্থানে উঠে এসেছে ব্রিটিশ পাসপোর্ট। বিষয়টি নিশ্চত করেছে ব্রিটেনের শীর্ষ দৈনিক ‘‘দ্য সান‘‘ দ্য সানে‘র প্রতিবেদনে বলা হয় হ্যনলী পাসপোর্ট ইনডেক্স প্রতিবছর বিশ্বব্যাপী বিভিন্ন দেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসামুক্ত ভ্রমণের উপর ভিত্তি করে তালিকা প্রকাশ করে। ২০২১ সালে ব্রিটিশ পাসপোর্ট একধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে। হ্যানলী পাসপোর্ট ইনডেক্সের তথ্যমতে শক্তি বিবেচনায় ব্রিটিশ পাসপোর্ট আমেরিকান পাসপোর্টের সমান পর্য্যায়ে রয়েছে। রিপোর্টে বলা হয় ব্রেক্সিট কার্যকর হলেও ব্রিটিশ নাগরিকরা ই্ইউভূক্ত দেশগুলোতে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পাচ্ছে। ব্রেক্সিট চুক্তির ফলে এক্ষেত্রে অবস্থার কোন পরিবর্তন হয়নি দেশটির। নরওয়ে, বেলজিয়াম, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের মত ব্রিটিশ নাগরিকরাও ভিসা ছাড়া ১৮৫টি দেশে ভ্রমণের সুযোগ পাচ্ছে। তার পরেও ইউরোপীয়ান ইউনিয়ন ভুক্ত কয়েকটি দেশ এখনও ব্রিটেনের উপরে রয়েছে। এসব দেশের মধ্যে জার্মান নাগরিকরা ১৮৯টি স্পেনের নাগরিকরা ১৮৮টি এবং ফরাসী নাগরিকরা ১৮৬টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাচ্ছে। ২০২১ সালের তথ্য মতে সব থেকে শক্তিশালী অবস্থানে রয়েছে জাপানী পাসপোর্ট, টানা চার বছর ধরেই শক্তি বিবেচনায় বিশ্বের মধ্যে এক নাম্বার অবস্থানে রয়েছে জাপানী পাসপোর্ট। জাপানী নাগরিকরা ভিসা ছাড়া বিশ্বের ১৯১টি দেশে ভ্রমণের সুযোগ পাচ্ছে। ইইউভূক্ত দেশগুলোর মধ্যে সব থেকে পেছনে রয়েছে বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া, দেশ দুটি‘র নাগরিকরা ১৭১টি দেশে ভিসামুক্ত ভ্রমণর সুযোগ পাচ্ছে। ২০২১ সালের তালিকায় সব থেকে পেছনে রয়েছে তালেবান জঙ্গিদের হামলায় বিদ্ধস্থ আফগানিস্থান, আফগান নাগরিকরা মাত্র ২৬টি দেশে ভিষামুক্ত প্রবেশের সুযোগ পাচ্ছে। এই তালিকায় ১০১তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের নাগরিকরা বিশ্বের ৪১টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাচ্ছে।


     এই বিভাগের আরো খবর