,

সাড়ে ৪ কোটি ভারতীয় ভ্যাকসিন পাচ্ছে পাকিস্তান

সময় ডেস্ক ॥ ৪ কোটি ৫০ লাখ ডোজ ভারতীয় কোভিশিল্ড করোনা ভ্যাকসিন পাচ্ছে পাকিস্তান। এই মার্চেই ভ্যাকসিন পাকিস্তানে পৌঁছাবে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম দ্য ন্যাশন। এই প্রথম পাকিস্তানে যাচ্ছে ভারতীয় কোম্পানি সেরামের করোনা ভ্যাকসিন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাকিস্তানকে এই ভ্যাকসিন দেয়া হবে গাভি চুক্তির অধীনে। জুন মাস নাগাদ আরো ১ কোটি ৬০ লাখ ভ্যাকসিন পাবে পাকিস্তান। এদিকে পাকিস্তানে ভ্যাকসিন কার্যক্রম গত ফেব্রুয়ারি মাসেই শুরু হয়েছে। অনুদান হিসেবে পাঠানো চীনা ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে দেশটির স্বাস্থ্যকর্মীদের প্রাধান্য দিয়ে। তবে এ সপ্তাহে দেশজুড়ে ভ্যাকসিন কার্যক্রম চালু করেছে দেশটি। প্রতিবেশী দেশগুলোর তুলনায় ভ্যাকসিন কার্যক্রম চালু করতে কিছুটা পিছিয়ে পড়েছে দেশটি। উল্লেখ্য, গাভি প্রজেক্টের অধীনে বিশ্বের ৯২টি নিম্ন আয়ের দেশকে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করা হবে।


     এই বিভাগের আরো খবর