,

নবীগঞ্জের বাউসা ইউনিয়নে লাল-সবুজ গণ পাঠাগার উদ্ভোধন

সংবাদদাতা ॥ নবীগঞ্জের বাউসা ইউনিয়নে লাল-সবুজ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে লাল-সবুজ গণপাঠাগার শুভ উদ্ভোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকাল ৩টায় স্থানীয় চৌধুরী বাজার প্রাঙ্গনে উদ্ভোধন পরবর্তী আলোচনা সভা ও রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং মাহবুব ফাহিম ও আবু বকরের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ফজলুর হক চৌধুরী সেলিম। এ সময় বিশেষে অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, বাউসা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, হবিগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক মোঃ শফিকুর রহমান, হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (র:) উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হাফিজ, বিশিষ্ট শিানুরাগী মোশাহিদ আলী ও বিশিষ্ট সমাজসেবীকা ডেইজি সিদ্দিকা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার গিয়াস উদ্দিন, ইউনাইটেড আইডিয়াল সোসাইটি নবীগঞ্জ’র সভাপতি মোঃ মোজাহিদ চৌধুরী, শিক্ষক গোবিন্দ দাশ পাপ্পু, মোঃ সাইদুর রহমান, কাশেম মিয়াসহ ইউনিয়নের ব্যশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ভার্চুয়ালী সংযুক্ত হন নবীগঞ্জের কৃতি সন্তান সিলেট মদন মোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, ডাঃ এস.এম হাবিব উল্লাহ সেলিম ও বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান।
লাল-সবুজ গণ পাঠাগার প্রতিষ্ঠায় ইউনিয়নবাসীসহ সচেতন মহলের আন্তরিক সহযোগীতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লাল-সবুজ সমাজ কল্যাণ পরিষদের সকল কর্মকান্ডে ইউনিয়নবাসীর সহযোগীতা প্রতাশা করেন সংগঠনের সভাপতি মোঃ জসীম উদ্দিন।


     এই বিভাগের আরো খবর